Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

সাহিত্যের রূপ ও রীতি

১. ‘সাহিত্যের রূপ ও রীতি’ রচনায় লেখক কোন চেষ্টা করেছেন?

ক. সাহিত্যের ইতিহাস জানানোর

খ. সাহিত্যের গুরুত্ব উপস্থাপনের

গ. সাহিত্য–সংস্কৃতির বর্ণনা দানের

ঘ. সাহিত্যের বিভিন্ন শাখার পরিচয় প্রদানের

২. সাহিত্যের বিভিন্ন শাখাকে সার্বিকভাবে আমরা কী বুঝে থাকি?

ক. সাহিত্যের রূপ

খ. সাহিত্যের রীতি

গ. সাহিত্যের বিন্যাস

ঘ. সাহিত্যের পরিধি

৩. সাহিত্যের শাখাগুলো যেভাবে নির্মিত হয়েছে, সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলা হয়?

ক. সাহিত্যের রূপ

খ. সাহিত্যের রীতি

গ. সাহিত্যে সমালোচনা

ঘ. সাহিত্যে পর্যবেক্ষণ

৪. কে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন?

ক. মহাকবি আলাওল

খ. বাল্মীকি

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

Also Read: ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

৫. ভারতবর্ষ তথা উপমহাদেশের সর্বপ্রাচীন কাহিনি কোনগুলো?

ক. শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব পদাবলি

খ. মহাশ্মশান, মেঘনাদবধ

গ. রামায়ণ, মহাভারত

ঘ. বাউল পদাবলি, সেক শুভোদয়া

৬. সাহিত্যের কোন উপশাখার মূল লক্ষ্য গল্প বলা?

ক. গীতিকাব্য খ. মহাকাব্য

গ. রম্য রচনা ঘ. কমেডি

৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান সাহিত্যকর্ম কী?

ক. গান খ. কবিতা

গ. ছোটগল্প ঘ. উপন্যাস

৮. কোনটি প্রধানত দৃশ্যকাব্য?

ক. গীতিকবিতা

খ. মহাকাব্য

গ. নাটক

ঘ. সনেট

৯. মহাকাব্যের আধুনিক সংস্করণ কোনটি?

ক. উপন্যাস খ. ছোটগল্প

গ. গীতিকবিতা ঘ. নাটক

সঠিক উত্তর

সাহিত্যের রূপ ও রীতি: ১.ঘ ২.ক ৩.খ ৪.গ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪