Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | চতুর্থ অধ্যায় : ছবি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও

সপ্তম শ্রেণির পড়াশোনা

চতুর্থ অধ্যায়

১. প্রশ্ন: এটি কী নামে পরিচিত?

উত্তর: এটি বিজ্ঞাপন নামে পরিচিত। বিভিন্ন প্রচারমাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়। তাই এটির মাধ্যমে কোনো পণ্য বা বিষয় সম্পর্কে জানা যায়। অনেক সময় বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয়, তা অতিরঞ্জিত হয়ে থাকতে পারে। তাই যাচাই–বাছাই করে এর তথ্য গ্রহণ করতে হবে।

২. প্রশ্ন: এর ব্যবহার কী?

উত্তর: একুশে বইমেলায় ফারহান হোসেনের ‘রহস্যময় পৃথিবী’ নামে একটি নতুন বই বের হয়েছে। এটি প্রচারের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপনের ব্যবহার হয়েছে।

৩. প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

উত্তর: হ্যাঁ, দেখেছি। পত্রিকায়, টেলিভিশনে, দেয়ালে সাঁটানো ও অনলাইনে নানা প্রকার বিজ্ঞাপন দেখি।

৪. প্রশ্ন: এটি কী নামে পরিচিত?

উত্তর: এটি আমন্ত্রণপত্র নামে পরিচিত। কোনো অনুষ্ঠান-উৎসবে যোগদানের অনুরোধ জানিয়ে যে চিঠি লেখা হয়, তাকে আমন্ত্রণপত্র বলে। এখানে সম্পূর্ণ অনুষ্ঠানের বিবরণ দেওয়া থাকে। আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামের ভেতরে দিয়ে পাঠানো হয়।

৫. প্রশ্ন: এর ব্যবহার কী?

উত্তর: ‘সুবর্ণ সাংস্কৃতিক সংঘ’ কর্তৃক বাংলা নববর্ষ উপলক্ষে নির্দিষ্ট সময়ে মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে এ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে।

৬. প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

উত্তর: হ্যাঁ, দেখেছি। ঘরে, বইয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে দেখেছি।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা