Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

প্রবাস বন্ধু

১১. লেখকের মতে, আবদুর রহমান কিসের অপরূপ রূপে মজেছিল?

ক. ডাবরের খ. কার্পেটের

গ. বরফের ঘ. খাবারের

১২. আবদুর রহমানের পরনে কী ছিল?

ক. সিলাওয়ার, কুর্তা আর ওয়াসকিট

খ. লুঙ্গি ও গেঞ্জি

গ. পাঞ্জাবি ও লুঙ্গি

ঘ. সিলাওয়ার আর ওয়াসকিট

১৩. আবদুর রহমানের চোখ দুটোকে লেখক ‘পাণ্ডুয়ার’ সঙ্গে তুলনা করেছেন কেন?

ক. ডাগর ও ভাসা বলে খ. আয়তলোচন বলে

গ. কালো ও বড় বলে ঘ. ছোট ও মিনমিনে বলে

১৪. লেখক আবদুর রহমানকে কার সঙ্গে তুলনা করেছেন?

ক. কুস্তিগির খ. বীরযোদ্ধা

গ. ভীমসেন ঘ. পালোয়ান

১৫. গ্রীষ্মকালে খাজামোল্লা গ্রামে বরফ আসে কোত্থেকে?

ক. কাবুল শহর খ. বরফকল

গ. পাগমানের পাহাড় ঘ. তুষারপাত

Also Read: বাংলাদেশ ও বিশ্বপরিচয় - এসএসসি ২০২৪

১৬. পর্বতপ্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে আবদুর রহমানের ভেতর কোনটির অভাব লক্ষ করা যায়?

ক. শক্তির খ. বুদ্ধির

গ. ধৈর্যের ঘ. সময়ের

১৭. কাবুল নদীর আফগানি নাম কী?

ক. আমু দরিয়া খ. সির দরিয়া

গ. লব–ই–দরিয়া ঘ. খোয়াজ দরিয়া

১৮. মঁসিয়ে জিরার কী হাঁকিয়ে বাড়ি ফিরছিলেন?

ক. টমটম খ. মোটর

গ. টাঙা ঘ. রথ

১৯. কয়টি বোম্বাই সাইজের শামি কাবাব খেতে দেওয়া হয়েছিল?

ক. ৭টি খ. ৮টি

গ. ৯টি ঘ. ১০টি

২০. অল্প শোকে কাতর, অধিক শোকে কী হয়?

ক. আতর খ. পাথর

গ. লাচার ঘ. কাতর

২১. ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।’ এর সঙ্গে তুলনা করা যায় কোনটিকে?

ক. সলিলসমাধি খ. ভিজেবিড়াল

গ. কিংকর্তব্যবিমূঢ় ঘ. আক্কেলগুড়ুম

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.খ ২১.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪