Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১১ - ২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

১১. ধাতু কত প্রকার?

ক. ছয় খ. পাঁচ

গ. চার ঘ. তিন

১২. ‘সে পাস করে গেল’— এটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক. যৌগিক ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া

গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া

১৩. হাইড্রোজেন + অক্সিজেন → পানি —

i. সংযোজন বিক্রিয়া

ii. দহন বিক্রিয়া

iii. প্রতিস্থাপন বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে উৎপন্ন হয়—

i. পটাশিয়াম ক্লোরাইড

ii. অক্সিজেন

iii. পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. কোনটি অধাতু?

ক. কপার খ. জিঙ্ক

গ. লেড ঘ. সালফার

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি | Punctuation Marks (13-15)

১৬. একটি রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৬টি

১৭. কোন বিক্রিয়ায় অক্সিজেন দরকার হয়?

ক. দহন খ. প্রশমন

গ. বিশ্লেষণ ঘ. বিয়োজন

১৮. কোন বিক্রিয়ার মাধ্যমে সালফার থেকে SO2 উৎপন্ন করা যায়?

ক. দহন খ. প্রতিস্থাপন

গ. বিশ্লেষণ ঘ. বিয়োজন

১৯. মোমবাতি জ্বলে কোন বিক্রিয়ায়?

ক. সংশ্লেষণ খ. বিয়োজন

গ. সংযোজন ঘ. দহন

২০. কোনটি গ্যাসীয় পদার্থ?

ক. CuO খ. H2O

গ. HN3 ঘ. KCI

সঠিক উত্তর

ধাতু ও ক্রিয়াপদ: ১১.ঘ ১২.ক ১৪.ক ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: অষ্টম শ্রেণি – ইংরেজি | Punctuation Marks (16-18)