Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

অনুচ্ছেদটি পড়ে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিতু ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে যায়। তার পায়ের ধাক্কায় একটি ইট সরে গেলে সে দেখতে পায় ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে।

২১. ঘাসগুলো ওইরূপ হওয়ার কারণ—

i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে

ii. সূর্যের আলো না পাওয়ায় পত্ররন্ধ্র বন্ধ ছিল

iii. ঘাসগুলো অক্সিজেন সংগ্রহ করতে পারেনি

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে যায়?

ক. ১৫° সে খ. ২০° সে

গ. ২৫° সে ঘ. ৩০° সে

২৩. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৪. কত ডিগ্রি তাপমাত্রার নিচে সালোকসংশ্লেষণের হার কমে যায়?

ক. ২০° সে খ. ২২° সে

গ. ৩০° সে ঘ. ৩৫° সে

২৫. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে—

i. ফটোলাইসিস

ii. ফটোফসফোরাইলেশন

iii. আত্তীকরণ শক্তি

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

Also Read: দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

২৬. অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৭. অবাত শ্বসনের ধাপ কতটি?

ক. পাঁচটি খ. চারটি

গ. তিনটি ঘ. দুইটি

২৮. অবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

ক. ২টি খ. ১০টি

গ. ১৮টি ঘ. ২৮টি

২৯. অবাত শ্বসনে—

i. ৩৮টি ATP উৎপন্ন হয়

ii. অক্সিজেনের প্রয়োজন হয় না

iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. অ্যাডেনিন–এর বেস কোনটি?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন ঘ. সালফার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ক ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)