Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | কাবুলিওয়ালা : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

কাবুলিওয়ালা

১১. ‘কাবুলিওয়ালা’ গল্পে কতজন পাহারাওয়ালার কথা উল্লেখ করা হয়েছে?

ক. দুজন খ. তিনজন

গ. চারজন ঘ. পাঁচজন

১২. রহমতের কত বছরের কারাদণ্ড হলো?

ক. তিন বছরের খ. চার বছরের

গ. পাঁচ বছরের ঘ. কয়েক বছরের

১৩. ‘কাবুলিওয়ালা’ গল্পে বর্ণিত কথকের ঘর কোথায়?

ক. পুকুরপাড়ে খ. নদীরপাড়ে

গ. খালপাড়ে ঘ. মাঠের মাঝে

১৪. কাবুলিওয়ালার মাথায় কী ছিল?

ক. রুমাল খ. পাগড়ি

গ. ঢিলা কাপড় ঘ. চাদর

১৫. কাবুলিওয়ালা কার পদতলে বসে কথা শুনছে?

ক. মিনির চাচার খ. মিনির মায়ের

গ. মিনির ঘ. মিনির বাবার

১৬. মিনি কিসের ওপর বসে অনর্গল কথা বলছে?

ক. চেয়ারের ওপর খ. চৌকির ওপর

গ. টেবিলের ওপর ঘ. বেঞ্চির ওপর

১৭. কাল সন্ধ্যায় কে জেল থেকে খালাস পেয়েছে?

ক. চৌকিদার খ. লেখক

গ. পাহারাদার ঘ. কাবুলিওয়ালা

১৮. মিনি কাবুলিওয়ালাকে কী নামে সম্বোধন করত?

ক. জ্যাঠা

খ. কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা

গ. মা

ঘ. কাকা

১৯. ‘কাবুলিওয়ালা’ গল্পে দুটি বন্ধু কারা?

ক. মিনি ও প্রতিবেশী

খ. মিনি ও মিনির মা

গ. মিনি ও কাবুলিওয়ালা

ঘ. মিনি ও কথক

২০. সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কী হলো?

ক. মৃত্যুদণ্ড খ. নির্বাসন

গ. কারাদণ্ড ঘ. অর্থদণ্ড

সঠিক উত্তর

কাবুলিওয়ালা: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)