Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. ‘দ্বীপ মহাদেশ’ বলা হয় কোন মহাদেশকে?

ক. আফ্রিকা খ. ওশেনিয়া

গ. ইউরোপ ঘ. এশিয়া

১২. ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ?

ক. আফ্রিকা খ. ইউরোপ

গ. উত্তর আমেরিকা ঘ. এশিয়া

১৩. পৃথিবীর ‘শীতলতম মহাদেশ’ বলা হয় কোনটিকে?

ক. উত্তর আমেরিকা

খ. দক্ষিণ আমেরিকা

গ. ইউরোপ

ঘ. অ্যান্টার্কটিকা

১৪. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি?

ক. পানামা খাল খ. সুয়েজ খাল

গ. গ্র্যান্ড খাল ঘ. ক্যানিয়ন খাল

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিক্ষক ক্লাসে বললেন, সারা পৃথিবী কয়েকটি মহাদেশে বিভক্ত। কিন্তু একটি মাত্র মহাদেশ মানুষ বসবাসের অনুপযোগী।

১৫. শিক্ষক কোন মহাদেশের কথা বলতে চেয়েছেন?

ক. উত্তর আমেরিকা খ. ইউরোপ

গ. ওনেশিয়া ঘ. অ্যান্টার্কটিকা

Also Read: এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

১৬. উক্ত মহাদেশটি মানুষ বসবাসের অনুপযোগী কারণ—

i. প্রচণ্ড গরম

ii. তীব্র শীত

iii. সূর্যের আলো খুব কম পৌঁছায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?

ক. জাপান খ. ভারত

গ. উত্তর কোরিয়া ঘ. দক্ষিণ কোরিয়া

১৮. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?

ক. ১৭৭৬ সালে খ. ১৭৭৮ সালে

গ. ১৭৭৯ সালে ঘ. ১৭৮০ সালে

১৯. ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ কোন শহরকে বলা হয়?

ক. টোকিও খ. ওসাকা

গ. ইয়াওয়াটা ঘ. কোবে

২০. জাপানের জলবায়ু কেমন?

ক. নাতিশীতোষ্ণ খ. হিমমণ্ডল

গ. উষ্ণ ঘ. তুন্দ্রা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.খ ১২.খ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)