Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | অপরিচিতা : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

একাদশ দ্বাদশ শ্রেণির সিলেবাস অনুসারে

অপরিচিতা

১১. মেয়ের বিয়েতে পণ দিতে শম্ভুনাথবাবু দ্বিধা করবেন না কেন?

ক. ধনী বলে

খ. একমাত্র মেয়ে বলে

গ. উদার মানুষ বলে

ঘ. জামাই ভালো বলে

১২. ‘অপরিচিতা’ গল্পে কেন কন্যাপক্ষকে কলকাতায় আসতে হলো?

ক. বিবাহ উপলক্ষে খ. গায়েহলুদের জন্য

গ. পণ নির্ধারণে ঘ. পাত্র দেখতে

১৩. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন?

ক. অপমানে খ. লজ্জায়

গ. রাগে ঘ. পরাজয়ে

১৪. ‘সে যেন এই তারাময়ী রাত্রির মতো।’ এখানে অনুপমের যে দিক প্রকাশিত হয়েছে—

i. সরলতা ii. স্নিগ্ধতা

iii. আকুলতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. অনুপমের মামা দুই চোখ মেলে অবাক হয়ে তাকিয়ে রইলেন কেন?

ক. কল্যাণীকে দেখে

খ. শম্ভুনাথের কথা শুনে

গ. গয়না দেখে

ঘ. বিয়ের আয়োজন দেখে

১৬. ট্রেনে অনুপমের ভালো করে ঘুম হলো না কেন?

ক. ঝাঁকুনিতে

খ. আর্দালির চিন্তায়

গ. অপরিচিতার ভাবনায়

ঘ. মাথাব্যথায়

১৭. উদ্দীপকের চরিত্রের সঙ্গে কাদের সাদৃশ্য রয়েছে?

ক. মসিঁয়ে ও মাতিলদা

খ. জগু ও আহ্লাদী

গ. বুড়ি ও করাতি

ঘ. কল্যাণী ও অনুপম

১৮. ওপরের চরিত্রের মধ্যে বিবাহ না হওয়ার জন্য দায়ী—

i. তৎকালীন সমাজ

ii. যৌতুকব্যবস্থা

iii. হীনম্মন্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. ‘মোহনকে তার শিক্ষক বিদ্রূপ করত।’ মোহনের সঙ্গে মিল রয়েছে কার?

ক. বিনু খ. শম্ভুনাথ

গ. হরিশ ঘ. অনুপম

২০. কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল?

ক. হরিশ খ. মিঠুন

গ. বিনু ঘ. গোবিন্দ

সঠিক উত্তর

অপরিচিতা: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.ঘ ২০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Also Read: এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | অপরিচিতা : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)