Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১. জাবেদার মূল কাজ কী?

ক. শনাক্তকরণ খ. লিপিবদ্ধকরণ

গ. শ্রেণিবদ্ধকরণ ঘ. সংক্ষিপ্তকরণ

২. ক্রয় জাবেদায় লেখা হয় কোনটি?

ক. নগদ ক্রয়

খ. ধারে ক্রয়

গ. নগদ ও ধারে ক্রয়

গ. বিক্রয় ফেরত

৩. প্রকৃত জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয়?

ক. যেসব লেনদেন বিশেষ জাবেদায় লেখা হয় না, সেসব হিসাব

খ. ধারে ক্রয়ের হিসাব

গ. ধারে বিক্রয়

ঘ. বিক্রয় ফেরত

৪. কোন দাখিলার হিসাব বন্ধ করা হয়?

ক. প্রারম্ভিক দাখিলা

খ. স্থানান্তর দাখিলা

গ. সমন্বয় দাখিলা

ঘ. সমাপনী দাখিলা

৫. কোথায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী ব্যাখ্যা দিতে হয়?

ক. জাবেদায় খ. খতিয়ানে

গ. রেওয়ামিলে ঘ. নগদানে

Also Read: দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

৬. চেক মারফত কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হয়?

ক. ব্যাংক হিসাব খ. নগদান হিসাব

গ. দেনাদার হিসাব ঘ. পাওনাদার হিসাব

৭. ব্যবসায়ের মূলধন আনা হলো?

ক. মূলধন হিসাব ডে. নগদান হিসাব ক্রে.

খ. নগদান হিসাব ডে. মূলধন হিসাব ক্রে.

গ. উত্তোলন হিসাব ডে. মূলধন হিসাব ক্রে.

ঘ. উত্তোলন হিসাব ডে. নগদান হিসাব ক্রে.

৮. সমাপনী জাবেদার মাধ্যমে কোনটি বন্ধ করা হয় না?

ক. মুনাফা জাতীয় আয়

খ. মুনাফা জাতীয় ব্যয়

গ. উত্তোলন

ঘ. মূলধন

৯. বাট্টা হতে পারে কোনটি?

ক. কারবারি বাট্টা খ. নগদ বাট্টা

গ. পরিমাণ বাট্টা ঘ. ক + খ

১০. ক্রেডিট নোট বলতে কোনটিকে বোঝায়?

ক. লেনদেন ক্রেডিট হিসাব

খ. প্রাপ্ত বাট্টার হিসাব

গ. বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি

ঘ. আয়সংক্রান্ত হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ক ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)