Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?

ক. কাসকেড খ. খরস্রোত

গ. জলপ্রপাত ঘ. গিরিখাত

২৬. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা—

i. প্রশস্ত হয়

ii. গভীর হয়

iii. সংকীর্ণ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটির আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৭. উদ্দীপকে ‘ক’ চিত্রটি কোন ধরনের ভূমিরূপ?

ক. অশ্বক্ষুরাকৃতি হ্রদ

খ. প্লাবন ভূমি

গ. কর্দম ছিপি

ঘ. বাঁকের চর

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

২৮. উদ্দীপকে ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়—

i. নদীর দুটি বাঁক পরস্পর সন্নিকটে

প্রবাহিত হলে

ii. দুটি বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হলে

iii. বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় না হয়ে প্রবাহিত হলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. ক্ষয়কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটি?

ক. জলপ্রপাত খ. পলল কোণ

গ. পলল পাখা ঘ. পশ্চাৎ ঢাল

৩০. যমুনা নদীর উৎপত্তি কোথায়?

ক. গঙ্গোত্রী হিমবাহে খ. নাগা-মনিপুরে

গ. লুসাই পাহাড়ে ঘ. মানস সরোবরে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪