Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১১. সূত্র সব সময় কোন চিহ্ন দিয়ে শুরু হয়?

ক. / খ. =

গ. # ঘ. *

১১২. এক্সেলে ভাগ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক. ( খ. *

গ. / ঘ. \

১১৩. গুণ করার প্রক্রিয়া কয় ধরনের?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১১৪. ফাংশন=PRODUCT-এর কাজ কী?

ক. ভাগ করা

খ. গুণ করা

গ. শতকরা নির্ণয় করা

ঘ. বিয়োগ করা

১১৫. ফাংশন কমান্ড পাওয়া যায় কোন রিবনে?

ক. Home খ. Reference

গ. Insert ঘ. view

Also Read: দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

১১৬. A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হয়?

ক. =A1B1 খ. =A1*B1

গ. =A1/B1 ঘ. =A1\ B1

১১৭. 400 টাকার 15% কত টাকা? যদি 400, A3 সেলে ও 15, B3 সেলে থাকে তবে এর উত্তর বের করতে কোন সূত্রটি সঠিক?

ক. = A3*B3%

খ. = A3 × B3%

গ. = A3 + B3%

ঘ. = A3 & B3

১১৮. 14 mod 4 = ?

ক. 2 খ. 10

গ. 18 ঘ. 56

১১৯. গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় কোনটি?

ক. চার্ট উইজার্ড খ. কি-বোর্ড

গ. মাউস ঘ. মেনু কমান্ড

১২০. স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিত্তিতে যে ভিজ্যুয়াল উপস্থাপন তৈরি করা যায় তাকে কী বলে?

ক. সেল খ. ফর্মুলা

গ. ফাংশন ঘ. গ্রাফ/চার্ট

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১১.খ ১১২.গ ১১৩.ক ১১৪.খ ১১৫.গ ১১৬.গ ১১৭.ক ১১৮.ক ১১৯.ক ১২০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)