Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাইফুল একটি শিল্পপ্রতিষ্ঠানে কাজ করেন। মোট রপ্তানি আয়ের শতকরা প্রায় ৮০ ভাগই অর্জিত হয় এ শিল্প হতে। এ শিল্প দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হলেও এ শিল্পের সমস্যা প্রচুর।

৩১. উদ্দীপকে কোন শিল্পের কথা উল্লেখ করা হয়েছে?

ক. পাটশিল্প খ. পোশাকশিল্প

গ. চামড়াশিল্প ঘ. চিনিশিল্প

৩২. উদ্দীপকের শিল্পটিকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলার কারণ—

i. উদ্যোক্তা সৃষ্টিতে অবদান রাখে

ii. কর্মসংস্থানে বড় ভূমিকা পালন করে

iii. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কবির সাহেব রাজশাহী জেলার একজন ক্ষুদ্র তাঁত ব্যবসায়ী। স্বল্প মূলধনের কারণে তিনি বেশি কাপড় উৎপাদন করতে পারেন না। বাধ্য হয়ে তিনি কাপড় উৎপাদনের পাশাপাশি স্বল্পমাত্রায় কাপড়ের ব্যবসা করেন।

৩৩. কবির সাহেবের সমস্যা সমাধানের জন্য দরকার—

i. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

ii. মূলধন গঠন বৃদ্ধি

iii. ঋণের সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. নিচের কোনটি ভিন্ন ধরনের শিল্প?

ক. পাটশিল্প খ. চিনিশিল্প

গ. সাবানশিল্প ঘ. লবণশিল্প

৩৫. কোনটি কুটির শিল্পের বৈশিষ্ট্য নয়?

ক. স্বল্প মূলধন খ. দেশীয় কাঁচামাল

গ. স্বল্পমজুরি ঘ. হালকা যন্ত্রপাতি

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) | অধ্যায় ১ : জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

৩৬. বাংলাদেশ সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কত সাল থেকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে?

ক. ১৯৮১ সালে খ. ১৯৮৬ সালে

গ. ১৯১১ সালে ঘ. ২০১০ সালে

৩৭. তুলা কোন ধরনের দ্রব্য?

ক. মূলধনি খ. ভোগ্য

গ. প্রাথমিক ঘ. মাধ্যমিক

৩৮. বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প হলো—

i. তাঁতশিল্প

ii. রেশমশিল্প

iii. মৃৎশিল্প

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ইউরিয়া সার কোন শিল্পের পণ্য?

ক. ক্ষুদ্রশিল্প খ. কুটিরশিল্প

গ. বৃহৎ শিল্প ঘ. মাঝারি শিল্প

উদ্দীপকটি পড়ে ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ওসমান আলী বাংলাদেশের এমন একটি শিল্প নিয়ে গবেষণা করেন যা বৈদেশিক মুদ্রা অর্জনের দিক দিয়ে ৫ম অবস্থানে রয়েছে।

৪০. উদ্দীপকে উল্লিখিত শিল্প কী?

ক. পাট খ. চা

গ. চামড়া ঘ. তৈরি পোশাক

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.গ ৪০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : সিরাজউদ্দৌলা | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪