Thank you for trying Sticky AMP!!

সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | তৃতীয় অধ্যায় : তিন ধরনের বাক্যের নমুনা

সপ্তম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায়

নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো। এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কী, তা খুঁজে বের করো।

১. শাহেদ বই পড়ছে।

- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র ‘সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: পড়ছে।

২. যদি আমার কথা শোনো, তবে তোমার ভালো হবে।

- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যদি-তবে।

৩. অনেক খুঁজলাম, তবু ঘড়িটি খুঁজে পেলাম না।

- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তবু। আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: খুঁজলাম, খুঁজে পেলাম।

৪. তুমি কোথা থেকে এসেছ?

- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে।

সেই ক্রিয়াটি হলো: এসেছ।

৫. যেমন কাজ করেছ, তেমন ফল পেয়েছ।

- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যেমন-তেমন।

৬. আমি সকালে হাঁটি, আর তিনি বিকালে হাঁটেন।

- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: আর। তা ছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: হাঁটি, হাঁটেন।

৭. সে ভাত খেয়ে স্কুলে গেল।

- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: গেল ।

৮. আমি পড়াশোনা শেষ করব, তারপর খেলতে যাব।

- এটি একটি যৌগিক বাক্য। কারণ, এখানে দুটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত। সেই যোজকটি হলো: তারপর। তা ছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া দুটি হলো: করব, যাব।

৯. যখন তুমি আসবে, তখন আমরা রান্না শুরু করব।

- এটি একটি জটিল বাক্য। কারণ, এখানে জোড়া শব্দ আছে। সেই জোড়া শব্দ হলো: যখন-তখন।

১০. আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম।

- এটি একটি সরল বাক্য। কারণ, এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। সেই ক্রিয়াটি হলো: দেখতে পেলাম।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা