Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

তাহারেই পড়ে মনে

৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন জাতীয় কবিতার অন্তর্গত?

ক. সংলাপনির্ভর খ. শোকগীতি

গ. রূপকধর্মী ঘ. প্রতীকধর্মী

৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন?

ক. বৈরী আবহাওয়া

খ. শীত ঋতুর বৈশিষ্ট্য

গ. ব্যক্তিজীবনের শূন্যতা

ঘ. প্রয়াত স্বামীকে

৭. রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুন স্মরিয়া—চরণটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. বসন্ত বৈশিষ্ট্য খ. কবির আক্ষেপ

গ. কবির বেদনা ঘ. কবির উদাসীনতা

৮. ‘পাথার’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. পাথর খ. শক্ত বিশেষ কিছু

গ. সমুদ্র ঘ. বাতাস

৯. কবি-ভক্ত কবিকে মিনতি জানিয়েছেন, যেন কবি—

i. গান রচনা করে

ii. কাব্য রচনা করে

iii. বসন্ত বন্দনা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: হিসাববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

১০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার সঙ্গে তুলনীয় ঋতু—

i. বর্ষা

ii. বসন্ত

iii. শীত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. বসন্তকে কবির উপ​েক্ষার কারণ—

i. প্রবাসে বসবাস

ii. ব্যক্তিজীবনের বেদনা

iii. স্বামীর অকাল প্রয়াণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় আচ্ছন্ন হয়ে আছে—

i. প্রকৃতির সৌন্দর্য

ii. বিষাদময় রিক্ততার সুর

iii. স্মৃতিকাতরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

তাহারেই পড়ে মনে: ৫.ক ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ ১১.গ ১২.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪