Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৩

৯. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়—

i. মার্সেলি স্কেল

ii. রিখটার স্কেল

iii. ভার্নিয়ার স্কেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ভূমিকম্পের ফলে—

i. সমুদ্রতলের পরিবর্তন হয়

ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়

iii. ভূপাত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কিসের ফলে সৃষ্টি হয়েছে?

ক. অগ্ন্যুৎপাতের খ. ভূমিকম্পের

গ. সমুদ্রস্রোতের ঘ. জোয়ার-ভাটার

১২. বিচূর্ণীভবনের কারণে শীতপ্রধান দেশে কী পরিল​ক্ষিত হয়?

ক. স্তরমোচন খ. খণ্ডীকরণ

গ. ট্যালাস ঘ. ক্ষুদ্রকণা সরণ

১৩. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?

ক. অক্সিডেশন খ. সলিউশন

গ. কার্বনেশন ঘ. হাইড্রেশন

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

১৪. তাপমাত্রার তারতম্যে শিলার স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যাওয়াকে কী বলে?

ক. স্তরমোচন

খ. প্রস্তরখণ্ডের বিচ্ছিন্নতা

গ. ক্ষুদ্রকণা সরণ

ঘ. খণ্ডীকরণ

নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

তাঁতীবাজারের বাসিন্দা সামি দেখল, তাঁর ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।

১৫. সামির দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ—

i. যান্ত্রিক বিচূর্ণীভবন

ii. রাসায়নিক বিচূর্ণীভবন

iii. জৈবিক বিচূর্ণীভবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. উদ্দীপকে উল্লিখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?

ক. হাইড্রোলাইসিস খ. অক্সিডেশন

গ. ফার্মেন্টেশন ঘ. নাইট্রেশন

১৭. নদীর কোন অবস্থায় উলম্ব বেশি হয়?

ক. বদ্বীপ খ. সমভূমি

গ. পার্বত্য ঘ. মালভূমি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৯.ক ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪