Thank you for trying Sticky AMP!!

এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?

ক. পারস্পরিক সদ্বিশ্বাস

খ. চুক্তি

গ. অংশীদারি আইন

ঘ. নিবন্ধনপত্র

২. অংশীদারি ব্যবসায়ে সাধারণভাবে অংশীদারগণের দায় কেমন হয়ে থাকে?

ক. সসীম

খ. মূলধন দ্বারা সীমাবদ্ধ

গ. অসীম

ঘ. প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ

৩. নিচের কোন অংশীদার অংশীদারি ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন না?

ক. সীমিত অংশীদার

ঘ. নিষ্ক্রিয় অংশীদার

গ. সাধারণ অংশীদার

ঘ. কর্মী অংশীদার

৪. নাবালক অংশীদারকে সাবালক হওয়ার কত দিনের মধ্যে প্রকাশ্য ঘোষণা দিতে হয়?

ক. ১৯০ দিন খ. ১৮০ দিন

গ. ১২০ দিন ঘ. ৬০ দিন

৫. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

ক. ১০ জন খ. ২০ জন

গ. ৩০ জন ঘ. ৫০ জন

৬. নিচের কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যবহির্ভূ​ত?

ক. চুক্তিবদ্ধ সম্পর্ক

খ. লাভ-লোকসান বণ্টন

গ. সীমাবদ্ধ দায়

ঘ. বিভিন্ন যোগ্যতার সমাবেশ

৭. অংশীদারি ব্যবসায়ের সদস্য হওয়ার যোগ্য নয়—

i. নাবালক

ii. বিদেশি রাষ্ট্রদূত

iii. মস্তিষ্কবিকৃত ব্যক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii, ও iii

৮. অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে—

i. নিবন্ধিত

ii. লিখিত

iii. মৌখিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. লাভ-ক্ষতি নিয়ে অংশীদারি চুক্তিপত্রে কিছু উল্লেখ না থাকলে তা কীভাবে বণ্টিত হয়?

ক. সমহারে

খ. মূলধন অনুপাতে

গ. আদালতের রায়ে

ঘ. পারস্পরিক সম্মতিতে

১০. সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে—

i. গৃহিণী

ii. শিক্ষক

iii. পাগল ব্যক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.খ ২.গ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ক ১০.ক

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা