১১। প্রশ্ন: ৫-৯, এখানে শ্রেণি ব্যবধান কত?
উত্তর: ৫
১২। প্রশ্ন: টালিচিহ্ন চারটির বেশি হলে পরবর্তী চিহ্নটি কীভাবে দিতে হবে?
উত্তর: আড়াআড়িভাবে চারটির ওপর দিয়ে।
১৩। প্রশ্ন: স্তম্ভলেখ আঁঁকার সময় আয়তক্ষেত্রগুলোর মধ্যে কোনো ফাঁক থাকবে কি?
উত্তর: কোনো ফাঁক থাকবে না।
১৪। প্রশ্ন: শ্রেণি ব্যবধান ভিন্ন হলে স্তম্ভলেখ কী রকম হবে?
উত্তর: ভিন্ন হবে
১৫। প্রশ্ন: ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৪ কোটি ২৩ লাখ
১৬। প্রশ্ন: ২০১০ সালে ভারতের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১২১ কোটি ৪৫ লাখ
১৭। প্রশ্ন: ২০১০ সালে থাইল্যান্ডের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৬ কোটি ১৮ লাখ
১৮। প্রশ্ন: ২০১০ সালে মায়ানমারের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৫ কোটি ৫ লাখ
১৯। প্রশ্ন: ২০১০ সালে শ্রীলঙ্কার জনসংখ্যা কত ছিল?
উত্তর: ২ কোটি ৪ লাখ
২০। প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর: চট্টগ্রাম বিভাগ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-১০)