Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৪ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৪১. কিসের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের তাদের উন্নয়ন করা যাবে?

ক. আইন খ. তথ্য অধিকার

গ. রাজনৈতিক দল ঘ. আদালতের প্রাধান্য

৪২. সার্বভৌমত্বের আদর্শ কী?

ক. সরকার খ. প্রজাতন্ত্র

গ. আইন ঘ. ভৌগোলিক অখণ্ডতা

৪৩. আইনের উৎস কোনটি?

ক. ন্যায়বোধ খ. শৃঙ্খলা

গ. চিন্তা ঘ. সৌজন্য

৪৪. অর্থ ও সম্পদের যথাযথ ব্যবস্থাপনা রাষ্ট্রের কোন কর্মকাণ্ডের মধ্যে পড়ে?

ক. অপরিহার্য খ. ঐচ্ছিক

গ. আঞ্চলিক ঘ. স্বৈরাচারী

৪৫. রাষ্ট্র পরিচালনার জন্য দরকার—

i. আইন বিভাগ ii. শাসন বিভাগ

iii. বিচার বিভাগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. অনেকগুলো দ্বীপ নিয়ে নিচের কোন রাষ্ট্র গঠিত?

ক. সুইজারল্যান্ড খ. ব্রুনেই

গ. মালয়েশিয়া ঘ. ইতালি

৪৭. ‘রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহ আইন।’—কার উক্তি?

ক. অধ্যাপক হল্যান্ড

খ. উড্রো উইলসন

গ. অধ্যাপক ফাইনার

ঘ. টি এইচ গ্রিন

৪৮. ছোট আয়তনের রাষ্ট্র কোনটি?

ক. স্যান ম্যারিনো খ. মালয়েশিয়া

গ. ইন্দোনেশিয়া ঘ. রাশিয়া

৪৯. ‘সেই ব্যক্তিই নাগরিক যে নগররাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।’—উক্তিটি কার?

ক. গেটেল খ. হ্যারল্ড

গ. অ্যারিস্টটল ঘ. আর এম ম্যাকাইভার

৫০. আইনের অনুশাসনের ফলে—

i. সরকার যা ইচ্ছা তা করতে পারে না

ii. সবাই ক্ষমতার সদ্ব্যবহার করে

iii. ব্যক্তিস্বাধীনতা বজায় থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.ক ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.গ ৫০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা