Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৫ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. কোনটি নিরাপদ ড্রাইভিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়?

ক. শুধু সামনে তাকানো

খ. আশপাশে খেয়াল রাখা

গ. নড়াচড়া না করা

ঘ. পেছনে তাকিয়ে দেখা

২. গাড়ির দুই পাশে ও পেছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩. পাহাড়ি রাস্তার বাঁকে কোনটি ব্যবহার করা হয়?

ক. উত্তল লেন্স খ. অবতল লেন্স

গ. গোলীয় দর্পণ ঘ. সমতল দর্পণ

৪. পাহাড়ি রাস্তার বাঁকের কোণ কত থাকে?

ক. ০° খ. ৪৫°

গ. ৬০° ঘ. ৯০°

৫. পাহাড়ি রাস্তায় ড্রাইভিং নিরাপদ করার জন্য রাস্তায় কী বসানো হয়?

ক. সমতল দর্পণ খ. গোলীয় দর্পণ

গ. সাইড ভিউ মিরর ঘ. লেন্স

Also Read: নবম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-২৮)

৬. পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে কোন দর্পণকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখা হয়?

ক. সমতল দর্পণ খ. অবতল দর্পণ

গ. উত্তল দর্পণ ঘ. গোলীয় দর্পণ

৭. আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

ক. লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

খ. অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

গ. মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

ঘ. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্ক একই থাকে

৮. সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত?

ক. ৪৫° খ. ৯০°

গ. ৬০° ঘ. ১৮০°

৯. আলো তির্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কী ঘটে?

ক. অভিলম্ব থেকে দূরে সরে যায়

খ. অভিলম্বের দিকে বেঁকে যায়

গ. অভিলম্ব বরাবর চলে যায়

ঘ. আপতিত রশ্মি বরাবর চলে যায়

১০. আলোর প্রতিসরণের সূত্র কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.গ ৮.খ ৯.খ ১০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)