Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ৬

১. উচ্চারণের সময় জিহ্বার কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়?

ক. উচ্চতা খ. সম্মুখ

গ. পশ্চাৎ ঘ. সব কটিই ঠিক

২. ‘উ’–কার উচ্চারণের সময়ে জিহ্বার অবস্থান কোথায় থাকে?

ক. উচ্চ–সম্মুখ খ. নিম্ন–সম্মুখ

গ. উচ্চ–পশ্চাৎ ঘ. নিম্ন–পশ্চাৎ

৩. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?

ক. সংবৃত খ. অর্ধসংবৃত

গ. বিবৃত ঘ. অর্ধবিবৃত

৪. জিহ্বার সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৫. বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?

ক. হ্রস্ব স্বর খ. দীর্ঘ স্বর

গ. অনুনাসিকতা ঘ. ব্যঞ্জনা

৬. যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদের কী বলে?

ক. হ্রস্বস্বর খ. অর্ধস্বর

গ. দীর্ঘস্বর ঘ. পূর্ণস্বর

৭. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কী হয়?

ক. স্বরধ্বনি খ. মৌলিক স্বরধ্বনি

গ. স্বল্প স্বরধ্বনি ঘ. দ্বি–স্বরধ্বনি

৮. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

৯. কোন ধরনের ধ্বনি কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়?

ক. অনুনাসিক স্বরধ্বনি

খ. নাসিক্য স্বরধ্বনি

গ. মৌখিক স্বরধ্বনি

ঘ. দ্বিস্বরধ্বনি

১০. ‘মৌ’ শব্দটিতে ‘ঔ’ দ্বিস্বরধ্বনিতে কোন স্বরধ্বনি রয়েছে?

ক. অ+উ খ. ও+উ্​

গ. অ+উ্​ ঘ. ও+উ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৬: ১.ঘ ২.গ ৩.গ ৪.খ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা