Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২৩ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১৪

২১. বাংলাদেশের সংবিধানের তফসিল কতটি?

ক. ২ খ. ৪

গ. ৬ ঘ. ৮

২২. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

ক. ১৫৩টি খ. ১৫৫টি

গ. ১৫৮টি ঘ. ১৫১টি

২৩. বাংলাদেশের সংবিধানের ভাগ আছে কতটি?

ক. ১০ খ. ১১

গ. ১২ ঘ. ১৩

২৪. বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কোন ভাষায়?

ক. বাংলা ও ইংরেজি

খ. বাংলা ও ফরাসি

গ. বাংলা ও আরবি

ঘ. বাংলা ও ফারসি

২৫. সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কথা বলা হয়েছে?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

২৬. বাংলাদেশের সংবিধানের কততম ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

ক. দ্বিতীয় খ. তৃতীয়

গ. চতুর্থ ঘ. পঞ্চম

২৭. সংবিধানের চতুর্থ ভাগে কী বলা হয়েছে?

ক. নির্বাহী বিভাগের কথা

খ. মৌলিক অধিকারের কথা

গ. রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা

ঘ. কর্ম কমিশনের কথা

২৮. সংবিধানের দশম ভাগের মূল প্রতিপাদ্য বিষয় কী?

ক. কর্ম কমিশন

খ. জাতীয় সংসদ

গ. নির্বাহী বিভাগ

ঘ. সংবিধান সংশোধন

২৯. পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে ছোট–বড় কতটি সড়ক–সেতু ধ্বংস করে?

ক. ২৫০টি খ. ২৭৪টি

গ. ২৮০টি ঘ. ২৯০টি

৩০. ‘বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’—উক্তিটি কার?

ক. তাজউদ্দীন আহমদের

খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

গ. আবু সাঈদ চৌধুরীর

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর

সঠিক উত্তর

অধ্যায় ১৪: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.খ ৩০.খ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)