Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৫১. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. দ্রুতি খ. কাজ

গ. সরণ ঘ. শক্তি

৫২. দ্রুতির একক কোনটি?

ক. ms খ. ms-1

গ. ms-2 ঘ. kgs-1

৫৩. পর্যায়বৃত্ত গতি হতে পারে—

i. বৃত্তাকার

ii. উপবৃত্তাকার

iii. সরলরৈখিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয়?

ক. গিটারের তারের গতি

খ. ঘড়ির কাঁটার গতি

গ. সরল দোলকের গতি

ঘ. কম্পনশীল সুরশলাকার গতি

৫৫. নিচের কোনটি স্কেলার রাশি?

ক. সরণ খ. বেগ

গ. তড়িৎ তীব্রতা ঘ. কাজ

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৩৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

৫৬. কোনো বস্তু সমবেগে চলতে থাকলে এর ত্বরণের মান নিচের কোনটি?

ক. শূন্য খ. সর্বনিম্ন

গ. সর্বোচ্চ ঘ. ঋণাত্মক

৫৭. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?

ক. LT-1 খ. ML-1

গ. LT-2 ঘ. MLT-2

৫৮. কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও

খ. নিউটন

গ. আর্কিমিডিস

ঘ. কেপলার

৫৯. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—

ক. সমানুপাতিক

খ. বর্গের সমানুপাতিক

গ. ব্যস্তানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

৬০. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?

ক. স্পন্দন খ. চলন

গ. ঘূর্ণন ঘ. পর্যায়বৃত্ত

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.গ ৫২.খ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.ক ৫৭.গ ৫৮.ক ৫৯.খ ৬০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৩৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)