Thank you for trying Sticky AMP!!

অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

৪৭. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কোনটির মাধ্যমে?

ক. কৃষি খ. ব্যবসা

গ. পোশাক শিল্প ঘ. কুটিরশিল্প

৪৮. বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য কী?

ক. জুম চাষ

খ. লাঙল চাষ

গ. প্রাচীন চাষপ্রদ্ধতি

ঘ. হাল চাষ

৪৯. উৎপাদনে প্রাচীন পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়?

ক. আদর্শ খামারে

খ. জীবন নির্বাহী খামারে

গ. বাণিজ্যিক খামারে

ঘ. কৃষি খামারে

৫০. মূলধন বেশি বিনিয়োগ হয় কোথায়?

ক. জীবন নির্বাহী খামারে

খ. আদর্শ খামারে

গ. কৃষি খামারে

ঘ. বাণিজ্যিক খামারে

৫১. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?

ক. জৈবিক ও প্রাথমিক

খ. রাসায়নিক

গ. প্রাথমিক

ঘ. সামাজিক

৫২. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

ক. কৃষি খ. বনায়ন

খ. গার্মেন্টস ঘ. চামড়া

৫৩. কী থেকে বায়োগ্যাস উৎপাদন হয়?

ক. মাটি খ. গোবর

গ. সার ঘ. আবর্জনা

Also Read: অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

৫৪. কৃষিতে পারমাণবিক শক্তি ব্যবহারের ফলে-

i. উৎপাদন বৃদ্ধি পাচ্ছে

ii. সার ও পানির সুষ্ঠু ব্যবহার হচ্ছে

iii. বীজ সংরক্ষণ করা যাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. খাওয়ার উপযুক্ত ছত্রাককে কী বলে?

ক. মাশরুম খ. ব্যাঙের ছাতা

গ. সবজি ঘ. লতা

৫৬. বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম মাশরুম চাষ হয় কোথায়?

ক. কুমিল্লায় খ. সাভারে

গ. গাজীপুরে ঘ. সাতক্ষীরায়

৫৭. মাশরুম চাষের ঘরের তাপমাত্রা কত রাখতে হয়?

ক. ২০° - ২৫° সেলসিয়াসের মধ্যে

খ. ২০° - ৩০° সেলসিয়াসের মধ্যে

গ. ২০° - ৩৫° সেলসিয়াসের মধ্যে

ঘ. ২০° - ৪০° সেলসিয়াসের মধ্যে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৭.ক ৪৮.গ ৪৯.খ ৫০.ঘ ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.গ ৫৭.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪