Thank you for trying Sticky AMP!!

সংক্ষেপে জেনে রাখি - রৈখিক বসতি, অ্যালজি, প্লাঙ্কটন, মাছের অভয়াশ্রম

রৈখিক বসতি

পৃথিবীর বহু গ্রামীণ বসতি কোনো নদীর তীর বরাবর কিংবা রাস্তার ধার বরাবর কিংবা পর্বতের পাদদেশ বরাবর বা সমুদ্র উপকূল বরাবর সারিবদ্ধভাবে গড়ে ওঠে। এভাবে সরলরেখার আকারে সারিবদ্ধভাবে গড়ে ওঠা জনবসতিকে রৈখিক বসতি বলে। পশ্চিমবঙ্গের দীঘার উপকূল বরাবর গড়ে ওঠা বসতি এর একটি উদাহরণ।

অ্যালজি

অ্যালজি বা শ্যাওলা হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ। আমিষ-জাতীয় খাদ্য যেমন খইল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে অ্যালজি ব্যবহৃত হয়ে থাকে। শুষ্ক অ্যালজিতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন সি এবং বি থাকে। গরুর জন্য সবুজ ঘাসের বিকল্প খাদ্য হিসেবে অ্যালজি ব্যবহৃত হয়।

প্লাঙ্কটন

প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। এরা দুই প্রকার, যথা—ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদকণা ও জু-প্লাঙ্কটন বা প্রাণিকণা। পুকুরের পানির রং সবুজাভ থাকলে বুঝতে হবে পানিতে ফাইটোপ্লাঙ্কটন আছে। পানির রং হলদেটে সবুজ হলে বুঝতে হবে ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি জু-প্লাঙ্কটনও রয়েছে।

মাছের অভয়াশ্রম

মাছের অভয়াশ্রম হলো কোনো হাওর, বিল বা নদীর কোনো অংশ, যেখানে কোনো নির্দিষ্ট সময়ে, সারা বছর বা দীর্ঘ মেয়াদের জন্য স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। বর্তমানে বাংলাদেশে নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে প্রায় ৫০০টি মাছের অভয়াশ্রম আছে।

Also Read: সংক্ষেপে জেনে রাখি - ক্যাটফিশ, গর্জনশীল চল্লিশ, জলবায়ু শরণার্থী, দারিদ্র্যের দুষ্টচক্র