৪১. প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমে কী গঠন করে?
ক. ক্রোমাটিড খ. টেলোফেজ
গ. সিটা ঘ. সেন্ট্রিওল
৪২. অ্যাস্টর রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক. মেটাফেজ খ. প্রো–মেটাফেজ
গ. অ্যানফেজ ঘ. প্রোফেজ
৪৩. দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত অবস্থাকে কী বলে?
ক. ডিপ্লয়েড খ. ট্রিপ্লয়েড
গ. মাইটোসিস ঘ. মিয়োসিস
৪৪. মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৪৫. কোন দশাতে ‘মাকু আকৃতি’ তন্তুর আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. টেলোফেজ ঘ. অ্যানাফেজ
৪৬. এককোষী জীব কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশ বৃদ্ধি করে?
ক. অ্যামাইটোসিস খ. মাইটোসিস
গ. মিয়োসিস ঘ. সিটোসিস
৪৭. সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
ক. স্পিন্ডলে
খ. সেন্ট্রোমিয়ারে
গ. নিউক্লিওলাসে
ঘ. পরাগধানী ও ডিম্বকে
৪৮. কোন ধাপে কোষের নিউক্লিয়ার আকারে বড় হয়?
ক. প্রো-মেটাফেজে
খ. প্রোফেজে
গ. অ্যানাফেজে
ঘ. টেলোফেজে
৪৯. উন্নত প্রাণিদেহের কোথায় মিয়োসিস ঘটে?
ক. শুক্রাশয় ও ডিম্বাশয়ে
খ. সেন্ট্রোমিয়ারে
গ. নিউক্লিওলাসে
ঘ. পরাগধানী ও ডিম্বকে
৫০. প্রকৃতপক্ষে কোন দশাতে সাইটোকাইনেসিস শুরু হয়?
ক. প্রো-মেটাফেজে খ. প্রোফেজে
গ. অ্যানাফেজে ঘ. টেলোফেজে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.খ ৪৯.ক ৫০.ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা