Thank you for trying Sticky AMP!!

সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বিবাহ জ্ঞাতিসম্পর্ক

১. উদ্দীপকে কোন মৌল প্রত্যয়কে বোঝানো হয়েছে?

ক. সামাজিক প্রতিষ্ঠান

খ. সামাজিক সংঘ

গ. সামাজিক প্রথা

ঘ. সমাজ কাঠামো

২. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে—

i. এটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত

ii. এটি সামাজিক আইনকানুন দ্বারা সৃষ্ট

iii. এটি মানুষের চাওয়া ও পাওয়া পূরণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মেয়েকে বিদায় দিয়ে কনার মা–বাবার মন খারাপ। এত বছর মেয়েকে আদরযত্নে লালন–পালন করে আজ পরের ঘরে দিতে হলো, যেটা স্বাভাবিক ঘটনা।

৩. উদ্দীপক কোন বিষয়কে ইঙ্গিত করছে?

ক. পরিবার খ. বিবাহ

গ. জ্ঞাতি সম্পর্ক ঘ. অনুষ্ঠান

৪. উক্ত বিষয়টির মাধ্যমে স্বামী-স্ত্রী যা অর্জন করে—

i. একত্রে থাকার অধিকার

ii. পরিবার গঠনের অধিকার

iii. সন্তান জন্মদানের অধিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফরিদ সাহেব তাঁর সন্তানসন্ততি ও মা–বাবাকে নিয়ে মিরপুরে বসবাস করেন। মা–বাবা থাকাতে তাঁর ছেলেমেয়ের কোনো ব্যাপারে বা সংসারের কোনো ব্যাপারে পরামর্শ নিতে পারেন এবং ছেলেমেয়েরাও দাদা-দাদির সঙ্গে সুন্দর সময় কাটায়।

৫. উদ্দীপকে কোন ধরনের পরিবার লক্ষ করা গেছে?

ক. একক খ. পিতৃতান্ত্রিক

গ. যৌথ ঘ. বর্ধিত পরিবার

৬. এ পরিবারের বিভিন্ন কাজকর্ম পরিবারের সদস্যরা সম্পাদন করেন পারস্পরিক—

i. সহযোগিতার মন দিয়ে

ii. প্রতিযোগিতার মন দিয়ে

iii. সহমর্মিতার মন দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪