Thank you for trying Sticky AMP!!

দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৭)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৪১. একই শ্রেণিভুক্ত হিসাব হচ্ছে—

i. বিলের অর্থ আদায়

ii. বিলের মাধ্যমে ক্রয়

iii. বিলের মাধ্যমে বিক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট হয় —

i. কম্পিউটার ক্রয় ii. ঘড়ি

iii. ক্যালকুলেটর ক্রয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট হবে, কারণ এটি–

i. অনুপার্জিত আয়

ii. সম্ভাব্য

iii. ভবিষ্যৎ সেবা প্রদানের দায়বদ্ধতা সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একক মালিকানাধীন আবিদের ব্যবসায়ে ভূমি ৩,০০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ১৫,০০০ টাকা বিবিধ পাওনাদার ২৫,০০০ টাকা, মজুত পণ্য ২০,০০০।

৪৪. আবিদের ব্যবসায়ে মূলধনের পরিমাণ কত?

ক. ২,৪০,০০০ টাকা

খ. ২,৭০,০০০ টাকা

গ. ৩,০০,০০০ টাকা

ঘ. ৩,১০,০০০ টাকা

৪৫. আবিদের ব্যবসায়ের সম্পদের পরিমাণ কত?

ক. ৩,৩৫,০০০ টাকা

খ. ৩,০০,০০০ টাকা

গ. ২,৭৫,০০০ টাকা

ঘ. ৩৫,০০০ টাকা

উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মি. জাহিদ নগদে পণ্য বিক্রয় করেন ২০,০০০ টাকা, বেতন পরিশোধ করেন ৬,০০০ টাকা। তমালের কাছ থেকে পেলেন ৭,০০০ টাকা।

৪৬. নগদে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বেতন হিসাব কী হিসাব?

ক. সম্পত্তি হিসাব খ. আয় হিসাব

গ. দায় হিসাব ঘ. ব্যয় হিসাব

৪৭. মি. জাহিদের প্রদত্ত বেতনের ক্ষেত্রে বেতন হিসাব, এটি কী হিসাব?

ক. সম্পদ হিসাব খ. ব্যয় হিসাব

গ. আয় হিসাব ঘ. দায় হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.খ ৪২.গ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা