Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

আমি কোনো আগন্তুক নই

১১. কবি নিজেকে কদম আলীর চিরচেনা স্বজন বলে মনে করেন কেন?

ক. উভয়ে গাঁয়ের বাসিন্দা বলে

খ. উভয়ে অভাবী বলে

গ. উভয়ে অকাল বার্ধক্যে নত বলে

ঘ. উভয়ে আত্মীয় বলে

১২. কবি কোন পাতাকে সাক্ষী রেখেছেন?

ক. টগর খ. হরিৎ

গ. চিরোল ঘ. জারুল

১৩. ‘আমার অস্তিত্বে গাঁথা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

ক. অস্থিমজ্জায় স্থিত

খ. দেশের মাঝে শিকড় প্রোথিত

গ. সুদূরে প্রসারিত অস্তিত্ব

ঘ. জীবন–মরণের সঙ্গে সম্পৃক্ত

১৪. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?

ক. জ্যোৎস্নার খ. আসমানের

গ. জামরুলের ঘ. নিশিন্দার

১৫. ‘আসমান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. আকাশ খ. ভূমি

গ. মায়াজড়িত ঘ. আগন্তুক

১৬. কোনোকিছু নিজ চোখে দেখেছেন এমন কাউকে কী বলে?

ক. আগন্তুক খ. নিমন্ত্রিত

গ. সাক্ষী ঘ. বক্তা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩৬-৪৪) : আম–আঁটিঁর ভেঁপু | বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

১৭. ‘সর্বত্র’ শব্দের অর্থ কী?

ক. অভ্যাগত খ. মায়াজড়িত

গ. সবখানে ঘ. অনুভূতি

১৮. ‘নিশিন্দা’ কী?

ক. রাতের অন্ধকার

খ. একধরনের গাছ

গ. মাছরাঙা বসার স্থান

ঘ. প্রবীণ ব্যক্তি

১৯. ‘স্পর্শ’ শব্দের অর্থ কী?

ক. মায়াজড়িত খ. অনুভূতি

গ. প্রবীণ ঘ. ছোঁয়া

২০. ‘জমিন’ শব্দের অর্থ কী?

ক. ভূবন খ. ভূমি

গ. জমা রাখা ঘ. জীবন্ত

২১. ‘আগন্তুক’ বলতে কী বোঝায়?

ক. সাক্ষী খ. নতুন অতিথি

গ. প্রবীণ ব্যক্তি ঘ. দরিদ্র নারী

সঠিক উত্তর

আমি কোনো আগন্তুক নই: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.খ ২১.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (২৭-৩৩) : অধ্যায় ৪ | পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪