Thank you for trying Sticky AMP!!

জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

২৮. ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীরের বাইরে একটি পিচ্ছিল ও আঠালো স্তর থাকে। এ স্তরটি—

i. বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে

ii. ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে

iii. পলিস্যাকারাইড বা পলিপেপটাইডের পলিমার দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে উত্পন্ন হয়?

ক. সিগনেট রিং খ. রোজেট

গ. ট্রফোজয়েট ঘ. সাইজন্ট

৩০. ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য—

i. সবাই অকোষীয়

ii. বিপাকীয় এনজাইম নেই

iii. জিনেটিক রিকম্বিনেশন ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নেহার হঠাৎ করে মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, হাড়ে ব্যথা, ক্ষুধামন্দা এবং বমি বমি ভাব দেখা দেয়।

৩১. নেহা কোন রোগে আক্রান্ত হয়েছে?

ক. ইনফ্লুয়েঞ্জা খ. হেপাটাইটিস

গ. এইডস ঘ. ডেঙ্গু

Also Read: জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

৩২. নেহা যদি সময়মতো সঠিক চিকিৎসা না নেয় তাহলে—

i. লিভার ক্যানসার হতে পারে

ii. ব্লাড ক্যানসার হতে পারে

iii. লিভার সিরোসিস হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. মানুষের ভাইরাসঘটিত রোগ কোনটি?

ক. কলেরা খ. আমাশয়

গ. জ্বর ঘ. হেপাটাইটিস

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৮.গ ২৯.ঘ ৩০.ঘ ৩১.খ ৩২.খ ৩৩.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৪ | জীববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪