Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (২৯-৩৯) : অধ্যায় ৪ | ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ৪

২৯. বাট্টার হার কমলে কী হয়?

ক. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে

খ. বর্তমান মূল্য বেশি হবে

গ. বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে

ঘ. বর্তমান মূল্য কম হবে

৩০. চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?

ক. ঋণসূচি খ. বাট্টাকরণ

গ. সরল সুদ ঘ. ব্রেক ইভেন পয়েন্ট

৩১. ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ পদ্ধতি

গ. রুল ৭২ ঘ. লভ্যাংশ নীতি

৩২. ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়?

ক. ২ বার খ. ৪ বার

গ. ৬ বার ঘ. ১২ বার

৩৩. সাপ্তাহিক ১% হারে সুদ নিলে বার্ষিক সুদ কত হবে?

ক. ৭% খ. ১২%

গ. ৫২% ঘ. ৬৫%

৩৪. নামিক সুদের হার কী হিসেবে পরিচিত?

ক. চক্রবর্তী সুদের হার খ. বার্ষিক সুদের হার

গ. মোট সুদের হার ঘ. নিট সুদের হার

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪

৩৫. কখন প্রকৃত সুদের হার নামিক থেকে ভিন্ন হয়?

ক. চক্রবৃদ্ধি সুদে খ. মোট সুদে

গ. নামিক সুদে ঘ. সাপ্তাহিক সুদে

৩৬. সাপ্তাহিক সুদের হারকে কী দিয়ে প্রকাশ করা হয়?

ক. r দিয়ে খ. n দিয়ে

গ. i দিয়ে ঘ. m দিয়ে

৩৭. বার্ষিক সুদের হার প্রকাশে কোনটি ব্যবহৃত হয়?

ক. r খ. n

গ. i ঘ. m

৩৮. সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m–এর মান কত?

ক. ১২ খ. ২৪

গ. ৪২ ঘ. ৫২

৩৯. বার্ষিক প্রকৃত সুদের হার এবং সাপ্তাহিক সুদের হার একই হয় কোন পদ্ধতিতে?

ক. নগদ প্রবাহ বিশ্লেষণ খ. বাট্টাকরণ

গ. সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ ঘ. চক্রবৃদ্ধি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৯.খ ৩০.খ ৩১.খ ৩২.ঘ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৮ | ব্যবসায় উদ্যোগ - এসএসসি ২০২৪