Thank you for trying Sticky AMP!!

ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৩১. পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?

ক. মানস সরোবরে খ. লুসাই পাহাড়ে

গ. নাগা-মনিপুরে ঘ. গঙ্গোত্রী হিমবাহে

৩২. যমুনা নদীর উপনদী কোনটি?

ক. তিস্তা খ. পদ্মা

গ. মেঘনা ঘ. গোমতী

৩৩. করতোয়া, ধরলা, আত্রাই কোন নদীর উপনদী?

ক. তিস্তা খ. যমুনা

গ. মেঘনা ঘ. ব্রহ্মপুত্র

৩৪. বাংলাদেশের কোন নদীকে ‘চর উৎপাদী’ নদী বলা হয়?

ক. যমুনা খ. পদ্মা

গ. মেঘনা ঘ. তিস্তা

৩৫. বাংলাদেশের পাহাড়ি নদী কোনটি?

ক. পদ্মা খ. সাঙ্গু

গ. মেঘনা ঘ. ধলেশ্বরী

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কুবের মাঝি নদীতে মাছ ধরার জন্য যায়। সে লক্ষ করে, নদীর পাশাপাশি দুটি বাঁক একত্রে মিলিত হয়ে নদীটি সোজা পথে প্রবাহিত হচ্ছে এবং বিচ্ছিন্ন জলরাশি নতুন ভূমিরূপ সৃষ্টি করছে।

৩৬. উদ্দীপকের বিচ্ছিন্ন জলরাশিটি কী নামে পরিচিত?

ক. অশ্বক্ষুরাকৃতি হৃদ

খ. নদীর ক্ষয়জাত ভূমিরূপ

গ. পললগঠিত ভূমিরূপ

ঘ. পার্শ্বক্ষয়জাতরূপ

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

৩৭. উদ্দীপকে উল্লিখিত ভূমিরূপটি গঠনের কারণ—

i. নদীতে তীব্র বাঁক

ii. নদীর বোঝা বহন করার ক্ষমতা বৃদ্ধি

iii. নদীর নিম্নগতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বিস্তৃত অঞ্চলজুড়ে শিলার ঢেউয়ের মতো ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়?

ক. ভঙ্গিল খ. চ্যুতিস্তূপ

গ. আগ্নেয় ঘ. ল্যাকোলিথ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: পদার্থবিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪