Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌল কতটি?

ক. ৮৬ খ. ৮৮

গ. ৯২ ঘ. ৯৮

২. এন্টিমনির প্রতীক কোনটি?

ক. Sb খ. Pb

গ. Sn ঘ. Zn

৩. মারকারির প্রতীক কোনটি?

ক. Sb খ. Ng

গ. Sn ঘ. Zn

৪. নিউট্রনের আপেক্ষিক আধান কত?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৩

৫. নিউট্রনের আপেক্ষিক ভর কত?

ক. ০ খ. ১

গ. ২ ঘ. ৪

৬. বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন?

ক. ১৮২৫ খ. ১৮৯০

গ. ১৯০২ ঘ. ১৯১১

৭. ইলেকট্রনের আপেক্ষিক আধান কত?

ক. -1 খ. -2

গ. -3 ঘ. 4

৮. প্রোটনের আপেক্ষিক আধান কত?

ক. -1 খ. +1

গ. 2 ঘ. 3

৯. প্রোটনের ভর কত?

ক. 1 খ. 2

গ. 3 ঘ. 4

১০. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কে সংশোধন করেন?

ক. আইনস্টাইন খ. নিলস বোর

গ. নিউটন ঘ. মাদাম কুরি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.খ

তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা