Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে?

ক. 8 খ. 18

গ. 24 ঘ. 36

৪২. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. বেগ খ. দ্রুতি

গ. দূরত্ব ঘ. ত্বরণ

৪৩. এই মহাবিশ্বে সকল—

i. গতিই আপেক্ষিক

ii. স্থিতিই আপেক্ষিক

iii. গতিই পরম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. বেগ-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বেগ খ. সরণ

গ. বল ঘ. ত্বরণ

৪৫. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন ঘ. চলন

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৩৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৬)

৪৬. সরণ—

i. ভেক্টর রাশি

ii. শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্য

iii. এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। এ বিন্দুকে কী বলে?

ক. আপেক্ষিক বিন্দু খ. পরম বিন্দু

গ. মূলবিন্দু ঘ. কেন্দ্র

৪৮. প্যারাস্যুটের সাহায্যে বিমান থেকে আরোহীরা নিরাপদে নামতে পারেন কীভাবে?

ক. অভিকর্ষের প্রভাবে

খ. মহাকর্ষের প্রভাবে

গ. বায়ুর বাধাকে কাজে লাগিয়ে

ঘ. প্যারাসুটের গতির কারণে

৪৯. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. তাপ খ. চাপ

গ. রোধ ঘ. ভরবেগ

৫০. একটা বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হলো—

ক. দ্রুতি খ. সরণ

গ. বেগ ঘ. ত্বরণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.খ ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ ৪৯.ঘ ৫০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

Also Read: নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৩৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)