Thank you for trying Sticky AMP!!

সংক্ষেপে জেনে রাখি - স্থানান্তর, জন্মহার, লোহিত গ্রহ, সামাজিক গতিশীলতা

স্থানান্তর

বসবাসের জন্য স্থায়ীভাবে স্থান পরিবর্তন করাই হলো স্থানান্তর। স্থানান্তর কখনো নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে হতে পারে, আবার কখনো সীমানা অতিক্রম করে অন্য দেশেও হতে পারে। অর্থাৎ স্থানান্তর দুই প্রকার, অন্তর্গমন ও বহির্গমন।

জন্মহার

কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট যত জন জীবিত সন্তান জন্ম দেন, সে সংখ্যাই হলো জন্মহার। জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে জন্মহার বেশি। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। কানাডা, জাপান, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে জন্মহার কম।

লোহিত গ্রহ

মঙ্গল গ্রহের উপরিস্থিত মাটি ও পাথরের বড় অংশ জুড়ে রয়েছে আয়রন। অক্সিজেনের সঙ্গে এ আয়রন বিক্রিয়া করে আয়রন অক্সাইড সৃষ্টি করে, যা দেখতে লালচে বর্ণের। মঙ্গলের পৃষ্ঠদেশে প্রচুর আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে মঙ্গল গ্রহকে লাল দেখায়।

সামাজিক গতিশীলতা

সামাজিক গতিশীলতা বলতে সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। সমাজের কোনো ব্যক্তি যখন নিজের প্রচেষ্টায় তার সামাজিক অবস্থান, মর্যাদা ইত্যাদির মাত্রাগত পরিবর্তন করতে সক্ষম হয়, তখন তাকে সামাজিক গতিশীলতা বলে।

Also Read: সংক্ষেপে জেনে রাখি - আয়নোস্ফিয়ার, অভাব নির্বাচন, দ্বিতীয় নগর সভ্যতা, টেকসই উন্নয়নে নারী