Thank you for trying Sticky AMP!!

গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৬.৩১%

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। ৩০ এর কম নম্বর পেয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৩৩৮ জন। পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।

গত শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিক শাখা ইউনিট বি থেকে ৯৬ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদিকে গুচ্ছের এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৩ জুন ও সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে।

ফল দেখতে পাবেন শিক্ষার্থীরা