২০১৩ সালের গোল্ডেন গ্লোব আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জোডি ফস্টার। চার দশকের সফল চলচ্চিত্র ক্যারিয়ারের স্বীকৃতি জানাতে তাঁকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।আগামী বছরের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠিতব্য গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফস্টারকে এই আজীবন সম্মাননা দেওয়া হবে। এর আগে এ সম্মাননা পেয়েছেন লুসিল বল, বারবারা স্ট্রেইস্যান্ড, আল পাচিনো, মরগান ফ্রিম্যান এবং জুডি গারল্যান্ড। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অনুষ্ঠানটির আয়োজক সংস্থা দ্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএফপিএ) প্রেসিডেন্ট আইডা টাকলা-ও’রেইলি এক বিবৃতিতে বলেছেন, ‘বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জোডি ফস্টার। এখন পর্যন্ত তাঁর অর্জিত সাফল্যের পাল্লাটা বেশ ভারী। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তাঁর এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে। লক্ষ্য, কর্মচাঞ্চল্য ও কাজের সাবলীলতা দিয়ে অনেক নতুন তারকার চলার পথ সুগম করেছেন তিনি। সত্যিই তিনি অনন্যসাধারণ।’৪৯ বছর বয়সী জোডি ফস্টার বিনোদনজগতে যাত্রা শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তখন তাঁর বয়স ছিল মাত্র তিন বছর। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘ট্যাক্সি ড্রাইভার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক তারকাখ্যাতি অর্জন করেছিলেন। এখন পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য অ্যাকিউসড’ ছবিতে ধর্ষিত এক নারীর চরিত্রে অনবদ্য অভিনয় করে জোডি ফস্টার ঝুলিতে ভরেন তাঁর প্রথম অস্কার পুরস্কার। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রে সু-অভিনয়ের স্বীকৃতি হিসেবেও অস্কার পেয়েছিলেন গুণী এ অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা এবং প্রযোজনায়ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন ফস্টার। ‘লিটল ম্যান টেট’ (১৯৯১), ‘হোম ফর দ্য হলিডেজ’ (১৯৯৫) এবং ‘দ্য বিভার’ (২০১১) ছবিগুলো পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। এ ছাড়া নিজের প্রোডাকশন কোম্পানি এগ পিকচার্সের ব্যানারে আরও কয়েকটি চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান প্রযোজনা করেছেন।