অভিনেত্রী হিসেবে তিনি যে অসাধারণ, তা প্রমাণিত হয়ে গেছে এরই মধ্যে। কিন্তু ঘটক হিসেবে নিকোল কিডম্যান কেমন, সেটাই সম্ভবত যাচাই হতে চলেছে এবার। তো, ঘটকালিটা কার জন্য করছেন নিকোল? করছেন তাঁর র্যাবিট হোল ছবির সহ-অভিনেতা অ্যারন একচার্টের জন্য। বেচারা অ্যারনের প্রেম আর বিয়ের ভাগ্য নাকি খুব খারাপ। সে কারণেই নিকোল পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করেছেন এই অভিনেতার।‘একজন ভালো স্বামী হওয়ার সব গুণ অ্যারনের আছে। তাঁর হূদয়টাও ভালোবাসায় ভরপুর।’ অ্যামেরিকান ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যারন সম্পর্কে এই মন্তব্য নিকোলের। ওয়েবসাইট