Thank you for trying Sticky AMP!!

ছবিতে খাঁ খাঁ এফডিসি

বন্ধ জসিম ফ্লোর
চিত্রগ্রাহক সমিতির সামনে

করোনাভাইরাস প্রভাব ফেলছে সারা দুনিয়ার মিডিয়া জগতে। সেই প্রভাব থেকে বাদ যায়নি দেশের মিডিয়া অঙ্গন। একের পর এক বন্ধ হচ্ছে ছোট পর্দা এবং বিজ্ঞাপনের শুটিং। বন্ধের দ্বারপ্রান্তে বড় পর্দা সব শুটিং। করোনার প্রভাব পড়ছে বিএফডিসিতেও। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে গিয়ে দেখা গেল স্থবির চারপাশ।

এফডিসির ভেতরের রাস্তা ফাঁকা

এফডিসি প্রায় সবগুলো চত্বরে ঘুরে দেখা যায় একই চিত্র। কোথাও নেই কোন ব্যস্ততার চিহ্ন। কোথাও নেই লাইট-ক্যামেরা বা মানুষ। এফডিসির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় দেখা যায় কর্মকর্তাদের অনেকেই মাস্ক পরে বসে আছেন। কিছু কর্মচারী ছোট পরিসরে খোশগল্পে মেতেছেন। দু-একজনকে দেখা গেল দুপুরের খাবার খাচ্ছেন।

তিন নম্বর ফ্লোরের সামনের রাস্তা
এফডিসি গেটের পাশের রাস্তা

চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে সোহানুর রহমান সোহানসহ বেশ কয়েকজন নির্মাতাকে বসে থাকতে দেখা যায়। তাঁদের আলোচনার বিষয় করোনা। কীভাবে এই ভাইরাস মোকাবিলা করা যায়, সেই সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা। পাশ থেকে তাঁদের কথা শুনে বোঝা যায়, সবাই করোনা নিয়ে আতঙ্কে আছেন।

প্রশাসনিক ভবনের পাশের রাস্তা
ক্যানটিন চত্বরের পাশের চিত্র

শিল্পী সমিতির অফিসের সামনে বসে ছিলেন অফিস সহকারী জাকির হোসেন। তাঁকে বেশির ভাগ সময়ই দেখা যায় কাজে ব্যস্ত। আজ কর্মহীন, একা বসে আছেন তিনি। তিনি বলেন, এখন যে অবস্থা পড়েছে, তাতে কাজ ছাড়া কেউ শিল্পী সমিতিতে আসছে না। করোনা নিয়ে সবাই ভয়ে আছে।

প্রশাসনিক ভবনের আঙিনা