Thank you for trying Sticky AMP!!

তাঁরা আনন্দিত, তৃপ্ত

ঘোষিত হয়েছে স্বাধীনতা পুরস্কার ২০২১। সংস্কৃতি অঙ্গনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মঞ্চসারথি আতাউর রহমান এবং প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

‘আমার জীবন ধন্য করেছে আমার প্রিয় মাতৃভূমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের শুভক্ষণে এবং আমাদের স্বাধীনতা অর্জনের অর্ধশত বর্ষের প্রাক্কালে বঙ্গবন্ধুকন্যা, আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে ধন্য করেছেন। আমার এই পরিণত বয়সে নিজ কানে শুনে যেতে পারলাম যে আমার যাপিত জীবন বৃথা যায়নি।’

আতাউর রহমান। ছবি: প্রথম আলো

পুরস্কারের নাম ঘোষণার পর নিজের ফেসবুকে এমন কথাই লিখেছেন আতাউর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘২০ বছর আগে আমার বয়স ৬০ ছুঁই ছুঁই, তখন যেকোনো অর্জনে খুব শিহরিত হতাম। যেকোনো পদকপ্রাপ্তিতে আনন্দিত হতাম। কাজের জন্য রাতদিন খাটতাম।

দীর্ঘ সময় ধরে কাজের পর মনে হয়, আমার সবচেয়ে বড় প্রাপ্তি মনে হচ্ছে স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে এই পুরস্কার পেতে যাচ্ছি। তাই ভালো লাগাটা বেশি। অন্য সময় এই পুরস্কার পেলে হয়তো এত বেশি ভালো লাগত না। এই সম্মাননা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে, আমি হয়তো আরও বেশি কাজ করতে পারব। আমি ভীষণ আনন্দিত, আপ্লুত।’

এই জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন গাজী মাজহারুল আনোয়ার। দেশের মধ্যে একমাত্র স্বাধীনতা পদক ছাড়া সবই অর্জন করেছেন তিনি। স্বাধীনতা পদকপ্রাপ্তিতে তিনি বললেন, ‘সম্মাননা তৃপ্তি দেয়। আনন্দ দেয়।’

গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ার এ–ও বলেন, ‘পুরস্কার নিয়ে প্রত্যাশা সবারই থাকে। আমার জীবনে এসব পুরস্কার অনেক এসেছে। কিন্তু একটা কথা, আমি প্রাপ্তির চেয়ে তৃপ্তিটাকে বেশি পছন্দ করি। এই কারণে পছন্দ করি, কারণ, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার সঙ্গে সক্রিয় হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই সময় অনেক গান তৈরি করে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে সমৃদ্ধ করেছি। ফলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। সেই স্বাধীন দেশে প্রাপ্তিটা একটা মানুষের মনে যতটুকু সুখ হতে পারে, তার চেয়েও বেশি সুখী আমি নিজেকে মনে করি। এই কারণে মনে করি, দেশের কোনো বিশেষ কাজে আমার কোনো গান আছে, ভালোবাসা আছে। এই সুখ, এই আনন্দ প্রকাশের ব্যাপার নয়, এটা উপলব্ধির ব্যাপার। এই উপলব্ধি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
গাজী মাজহারুল জানালেন, তিনি প্রেসিডেন্ট গোল্ড মেডেলও পেয়েছেন। এবার অনেকের সঙ্গে পেলেন স্বাধীনতা পুরস্কার। তিনি বললেন, ‘আমি তৃপ্তির জন্য কাজ করি, প্রাপ্তির জন্য নয়। সৃষ্টিকর্তা সেই তৃপ্তিটাকে পূর্ণ করার জন্য প্রাপ্তিটাও এনে দেয়।’