Thank you for trying Sticky AMP!!

তাজিন ছিলেন তাজিন নেই

তাজিন আহমেদ

আগেই বলেছি, ময়ূর সিংহাসন নাটকের ভেতরে আরেকটি নাটকের আয়োজন চলে। শাহজাহান।গল্পে দেখা যায়, এ নাটকে অভিনয় করানোর জন্য একজন অভিনেত্রীকে কলকাতা থেকে ভাড়া করে আনা হয়। এ চরিত্র হচ্ছে ‘প্রিন্সেস বলাকা’।

শারদীয় উৎসবের আগে ময়ূর সিংহাসন সর্বশেষ মঞ্চায়ন হয়েছিল ২০১৭ সালের ২৩ অক্টোবর। আরণ্যকের ৪৫ বছর উপলক্ষে ‘পুষ্প ও মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব’–এ। সেবার নাটকে ‘প্রিন্সেস বলাকা’ চরিত্রে অভিনয় করেছিলেন তাজিন আহমেদ। সেটাই ছিল শেষ। এরপর আর কোনো মঞ্চনাটকে দেখা যায়নি তাজিন আহমেদকে। ২০১৮ সালের মে মাসে হঠাৎ করেই মারা যান গুণী এ শিল্পী। তাঁর না থাকার করুণ বাস্তবতা মেনে নিয়ে আবারও ময়ূর সিংহাসন নাটকটি মঞ্চে আনে আরণ্যক। ৬ ও ৮ অক্টোবরের প্রদর্শনীতে এ নাটকে ‘বলাকা’ চরিত্রে অভিনয় করেছেন রুবলী চৌধুরী। ময়ূর সিংহাসন–এর ফিরে আসার আনন্দের সঙ্গে তাজিন আহমেদের না থাকার বেদনা যেন একাকার হয়ে যায় পুরোনো দর্শকের মধ্যে।