কলকাতার জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাংলাদেশের আবু হেনা রনি এবার একটি পণ্য-প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন। সম্প্রতি ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বলেও জানান রনি।রনি বলেন, ‘শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার পাশাপাশি পণ্য-প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রেও কাজ করব। সেভাবেই কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনচিত্রের শুটিং করার কথা ছিল। কিন্তু ৪ এপ্রিল ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি। তাই আপাতত বিজ্ঞাপনচিত্রটির শুটিং করা সম্ভব হচ্ছে না। সেখান থেকে ফিরে এসেই পয়লা বৈশাখের পর ওই বিজ্ঞাপনচিত্রের কাজ শুরু করব।’বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হবে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনসের ব্যানারে। এটি হবে রনি অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র।ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া প্রসঙ্গে রনি বলেন, মীরাক্কেলের পর আমি প্রথম জাপানে শো করতে যাই। চমত্কার অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আশা করছি, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের কাছে নিজের সেরা পারফরম্যান্স উপস্থাপন করতে পারব।’