ব্যাংককে হাল্ককে জড়িয়ে ধরে...

অল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। এবারের ঈদেও মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ছবি ‘সাইকো’। শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। ওয়েব ফিল্মের শুটিংয়ে এখন ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুটিংয়ের ফাঁকে ব্যাংককের বিভিন্ন স্থানে তিনি বেড়াচ্ছেনও। তাঁর এই ঘুরে বেড়ানোর কিছু ছবি দেখে নেওয়া যাক।
ব্যাংককে হাল্ককে জড়িয়ে ধরে ছবি প্রকাশ করেছেন এই নায়িকা
শপিং মলে ঘুরতে গিয়ে
সুইমিংপুলের পাশে ফটোশুট
মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘পরী’র শুটিংয়ে তিনি এখন ব্যাংককে
‘পরী’তে একজন বার ড্যান্সারের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে
পূজার বিপরীতে অভিনয় করছেন জোভান আহমেদ
শুটিং শেষে ৫ তারিখে দেশে ফেরার কথা রয়েছে পূজা চেরির
ঢালিউডে নায়িকা হিসেবে পূজা চেরির অভিষেক ঘটে ‘নুরজাহান’ চলচ্চিত্র দিয়ে
পূজা চেরি অভিনীত ছবি ‘হৃদিতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর