এত অল্প বয়সে প্রেম করেছিলেন আলিয়া

আলিয়া ভাট
আলিয়া ভাট

১৪ এপ্রিল হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে। এখন দিব্যি সংসার করছেন বলিউডের এই তারকা দম্পতি। আলিয়া শুটিং করছেন, টিভি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, আবার সময় করে রান্নাঘরেও সময় কাটাচ্ছেন এই তারকা। ব্যক্তিগত জীবনে কোনো লুকোছাপা নেই এই তারকা কন্যার। যা বলার অকপটে বলে দেন।
গত মাসেই রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আলিয়া ভাট । তবে বিয়ের পরেও আলিয়ার পুরোনো জীবন, প্রেম, বন্ধুত্ব নিয়ে চর্চা কমেনি। বারবার উঠে আসছে সেসব কথা। আলিয়াও জবাব দেন সেসবের। যেমনটি দিলেন গতকাল বুধবার।
করণ জোহর ঘোষণা করেছেন ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আসার কথা—যদিও এবার আর টিভিতে নয়, ওটিটিতে। করণের কফির আড্ডা মানেই একের পর এক হাঁটে হাঁড়ি ভাঙা। তারকাদের পুরোনো দিনের প্রেম, সম্পর্কের গভীরের অজানা কথা বের করে আনতে করণ বেশ দক্ষ।

আলিয়া ভাট

আগের তিনটি সিজনে পাঁচবার ‘কফি উইথ করণ’-এ এসেছেন আলিয়া ভাট। মনে করা হচ্ছে, কফির সপ্তম সিজনেও দেখা মিলবে তাঁর। ২০১৩ সালের ৪ ডিসেম্বর সিদ্ধার্থ মালহোত্রা আর বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়া প্রথমবার এসেছিলেন শোতে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সহ-অভিনেতাদের সঙ্গে। সেখানেই করণ ফাঁস করেন তিনি বরুণের থেকে শুনেছেন আলিয়ার সাবেক প্রেমিকের তালিকা নাকি দীর্ঘ।এমনকি খুব অল্প বয়স থেকে তিনি প্রেম করেছেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

সাক্ষাৎকারে আলিয়া নিজেই বলেছিলেন, ‘আমার দুটি সিরিয়াস সম্পর্ক ছিল। দুটিই দুই বছর করে চলেছিল।’ করণের তাতে অবাক হয়ে উত্তর, ‘তোমার ১৭ বছর হওয়ার আগেই দুটি সম্পর্ক ছিল।’ আর আলিয়ার জবাব, ‘বললাম না আমি সত্যি প্রেম করেছি। ক্লাস সিক্সে থাকতে শুরু করেছিলাম।’

আলিয়া এরপর নিজের কথা শুধরে দিয়ে বলেন, ‘তবে তখন কী আর ওরকম প্রেম করতাম। ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটু তাকিয়ে হাসতাম।’ আর সিরিয়াস প্রেম হয়েছিল ক্লাস ১০-এ থাকতে। সেই সম্পর্কে দুই বছর ছিলেন আলিয়া। করণ যখন জানতে চান তিনি কি নায়িকা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন প্রেমিককে। তাতে আলিয়ার জবাব ছিল—না, ও আমাকে ছেড়ে গিয়েছিল!

আলিয়া ভাট

এর আগে দীর্ঘদিন তাঁদের প্রেমের গুঞ্জন ভেসে বেড়িয়েছে বলিউডের আকাশে-বাতাসে। দুজনকে বিভিন্ন সময় একত্রে দেখা গেছে বিমানবন্দর, সমুদ্রসৈকতসহ নানা জায়গায়। বিয়ের পরই শুটিংয়ে ফিরেছেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ‘রকি অওর রানি প্রেমকাহানি’তে অভিনয় করছেন তিনি।