
কঙ্গনা রনৌত আরও খেপেছেন। ‘#মি টু’ আন্দোলন যখন তুঙ্গে, তখন তা নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শাবানা আজমি এবং জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও উপস্থাপক করণ জোহর। কেন? এ কারণেই কঙ্গনা রনৌত তাঁদের ওপর চটেছেন। তোপ দেগেছেন। বলেছেন, ‘কোথায় গেলেন করণ জোহর বা শাবানা আজমির মতো মানুষেরা? তাঁদেরও তো এগিয়ে আসা উচিত ছিল।’ এর আগে শাবানা আজমি আর করণ জোহরের বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা করেছেন কঙ্গনা রনৌত। এর ফলে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
করণ জোহর ইনস্টাগ্রাম আর টুইটারে খুবই সক্রিয়। প্রতিদিন নানা কিছু নিয়ে পোস্ট দেন। এবার কঙ্গনা তাঁকে প্রশ্ন করেছেন, ‘জিম লুক থেকে এয়ারপোর্ট লুক—সবকিছু নিয়ে করণ জোহর মন্তব্য করেন। তিনি দশবার এসব নিয়ে টুইট করেন।’ কিন্তু ‘#মি টু’ আন্দোলন নিয়ে যেখানে সারা বলিউড সরগরম, একের পর এক মানুষের আসল চেহারা উন্মোচিত হচ্ছে, সেই সময় করণ জোহরের নীরব থাকায় প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘এটাই তাঁদের পরিচয়।’
যৌন হেনস্তার ঘটনা নিয়ে একেবারই নিশ্চুপ শাবান আজমি। তাঁর নীরবতা নিয়ে কঙ্গনা রনৌত প্রশ্ন করেছেন, ‘শাবানা আজমি, আপনি এই গোটা ইস্যুতে কেন চুপ করে আছেন?’
এদিকে বলিউডের ১১ নারী চলচ্চিত্র নির্মাতা ভারতের চলমান ‘#মি টু’ আন্দোলন নিয়ে লিখিত বিবৃতি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের সঙ্গে কাজ করবেন না ১১ নির্মাতার কেউই। এ তালিকায় আছেন অলংকৃতা শ্রীবাস্তব, গৌরী শিন্ডে, কিরণ রাও, কঙ্কণা সেন শর্মা, মেঘনা গুলজার, নন্দিতা দাস, নিত্য মেহরা, রীমা কাগতি, রুচি নারায়ণ, সোনালী বোস ও জোয়া আখতার।
গত রোববার মেঘনা গুলজার একটি লিখিত বিবৃতি টুইটারে পোস্ট করেন। তাতে যৌন হয়রানির অভিযোগ তোলা ক্ষতিগ্রস্ত নারীদের সমর্থন জানান তিনি। ১১ নারী চলচ্চিত্র নির্মাতার পক্ষ হয়ে ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘নারী হিসেবে এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমরা হ্যাশট্যাগ মি টু ইন্ডিয়া আন্দোলনকে সমর্থন জানাতে একজোট হয়েছি। যে নারীরা সৎসাহস নিয়ে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া হয়রানি ও নির্যাতনের তিক্ত অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন, তাঁদের সাধুবাদ জানাই।’ মেঘনা গুলজারের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা নারীর জন্য নিরাপদ কর্মক্ষেত্রের দাবি জানাচ্ছি। নিজেদের একটি নতুন সিদ্ধান্তের কথা জানাতে চাই আজ। প্রমাণিত যৌন হেনস্তাকারীদের সঙ্গে আমরা কেউ কাজ করব না। আমরা ইন্ডাস্ট্রির অন্যদেরও অনুরোধ করব, তাঁরাও যেন এমনটা করেন।’