Thank you for trying Sticky AMP!!

মিঠুন চক্রবর্তী। ছবি ভাস্কর মুখার্জি

মিঠুন সম্পর্কে কতটুকু জানেন?

৭২ পেরিয়ে আজ ৭৩-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। নানা চড়াই–উতড়াই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি, হয়ে উঠেছেন ‘মহাগুরু’। ভক্তদের কাছে ডিসকো ড্যান্সার। জন্মদিনে থাকল তাঁর জীবনের অজানা কিছু কথা।
মিঠুন চক্রবর্তী তাঁর পর্দার নাম। প্রকৃত নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ১৯৫০ সালের ১৬ জুন এই বাংলাদেশেই তাঁর জন্ম। কোন জেলায় জানেন? বরিশাল
একসময় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে যান মিঠুন। সেখান থেকে ফিরে অভিনয়ে মনোযোগী হন
কুস্তিগীর ছিলেন মিঠুন। পশ্চিমবঙ্গ রাজ্য রেসলিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র শাখার বিজয়ী হয়েছিলেন তিনি। পাশাপাশি মার্শাল আর্টসেও আছে ব্ল্যাক বেল্ট
মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্রে আনেন মৃণাল সেন। তাঁর ‘মৃগয়া’ মিঠুনের প্রথম ছবি। অভিষেকেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বলিউডে সহকারী হিসাবে ঢুকেছিলেন মিঠুন। ছিলেন সালমান খানের মা হেলেনের অ্যাসিসট্যান্ট
মিঠুনকে নিয়ে বানানো হয়েছে কমিক বই ‘জিমি জিংচ্যাক’, ‘এজেন্ট অব ডিস্কো’
রুশ তরুণীদের কাছে মিঠুন চক্রবর্তী ভীষণ জনপ্রিয়। ‘ডিসকো ড্যান্সার’ ছবির গানে মাত রুশরা
এক বছরে সবচেয়ে বেশি ছবি মুক্তির রেকর্ডও মিঠুনের। ১৯৮৯ সালে তাঁর ১৯টি ছবি মুক্তি পায়
প্রাণিপ্রেমী মিঠুনের বাড়িতে ৭০টির বেশি কুকুর আছে। আছে পাখিও
বাংলাভাষী মিঠুন অভিনয় করেছেন হিন্দি, পাঞ্জাবি, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড় ছবিতেও

সূত্র: ইন্ডিয়া ডটকম, পপভয়েজার, ইন্ডিয়াটিভি