মেকআপ ছাড়া কেমন তাঁরা

রুপালি পর্দায় তাঁরা দেখতে অসাধারণ। মেকআপ আর গেটআপে সে জৌলুশ আরও বাড়ে। কিন্তু মেকআপ ছাড়া কেমন তাঁরা? চলুন দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর একঝলক দেখে নেওয়া যাক...

মেকআপ ছাড়া পূজা হেগড়ের সেলফিটা দারুণ।
ইনস্টাগ্রাম
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। দেখুন তো, মেকআপ ছাড়াও কী সুন্দর।
‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়াকে বলা হয় ‘ন্যাচারাল বিউটি’।
মায়ের তোলা মেকআপ ছাড়া সামান্থা আক্কিনেনির এই ছবি ভারি মিষ্টি।
তরুণ অভিনেত্রী রাশমিকা মন্দানার ঘরের ছবিও হৃদয়কাড়া।
রাকুল প্রীত সিংয়ের মেকআপ ছাড়া ছবিও পছন্দ ভক্তদের।
চোখ ফেরানো যায় না রাশি খান্নার চেহারা থেকে।
মেকআপ ছাড়াও কী সুন্দর কীর্তি সুরেশ।
আনুশকা শেঠির হাসিই কেড়ে নেবে ভক্তদের হৃদয়। তাতে কি মেকআপ লাগে?
অঞ্জলিকে দেখে কে বলবে, তিনি মেকআপ করেননি!