যে কারণে চটেছেন তাপসী

তাপসী পান্নু
তাপসী পান্নু

গত শুক্রবার মুক্তি পেয়েছে ভিনিল ম্যাথিউ পরিচালিত ও তাপসী পান্নু অভিনীত ‘হাসিন দিলরুবা’ ছবিটি। ইতিমধ্যে আনন্দ এল রাই প্রযোজিত এই ছবিটি আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ট্রেন্ড হচ্ছে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম থ্রিলার ছবিটি। শুধু ভারতে নয়, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, কানাডাসহ বিভিন্ন দেশে এক মাসের মধ্যে সবচেয়ে ট্রেন্ড হওয়া ছবি ‘হাসিন দিলরুবা’। তবে বেশ কিছু চলচ্চিত্র সমালোচক এই ছবি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।

তাপসী পান্নু

এখানে শেষ না। ‘হাসিন দিলরুবা’র সঙ্গে মুক্তি পেয়েছে হলিউড ছবি ‘দ্য টুমরো ওয়ার’। কিছু চিত্র সমালোচক এই হলিউডি ছবিকে তাপসীর ছবির চেয়ে এগিয়ে রেখেছেন। আর তাতে বেজায় চটেছেন তাপসী পান্নু।

মুখের ওপর জবার দেওয়া নিয়ে তাপসীর ‘দুর্নাম’ আছে। সোজা কথা সোজাভাবে বলতে তিনি ভালোবাসেন। কখনো কাউকে জবাব দিতে পিছপা হন না এই বলিউড নায়িকা। সম্প্রতি জনপ্রিয় এক চিত্র সমালোচক তথা সাংবাদিককে যোগ্য জবাব দিলেন তাপসী। প্রবীণ এক চিত্র সমালোচক টুইট করে লিখেছিলেন যে ‘হাসিন দিলরুবা’ ছবিটিতে তিনি বিশেষ কিছু খুঁজে পাননি। আর তাঁর মতে, এই বলিউড ছবির তুলনায় ‘দ্য টুমরো ওয়ার’ এগিয়ে।

তাপসী পান্নু

তাপসী ছাড়ার পাত্রী নন। তিনি এর জবাবে লিখেছেন, ‘হলিউড ছবি না স্যার, আমাদের এখানে সবকিছু চলে। এসব ছবি কোনো ভুলত্রুটির তোয়াক্কা না করেই আমাদের উজ্জীবিত করে। আমরা আসলে নিজেদের ভালো করে দেখি না। শুধু সমালোচনাই করি। আমরা যতই পরীক্ষা–নিরীক্ষা করি না কেন, তা সব সময় ছোট করে দেখা হয়। তাই আমরা যা–ই করি না কেন, অনেকের কাছে চোখে পড়ে না।’

তাপসী পান্নু

‘হাসিন দিলরুবা’ ছবিটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। পর্দায় তাপসীর অভিনীত চরিত্রটি নিয়ে অনেকে তাঁকে ঘিরে তির্যক মন্তব্য করছেন। আর তাতে এই বলিউড তারকা অত্যন্ত বিরক্তি বোধ করছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন যে এ ধরনের মন্তব্য তিনি মোটেও পছন্দ করছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলিউডে নারী–পুরুষ অভিনেতার পারিশ্রমিকের অসমতা নিয়ে মুখ খুলেছেন।

তাপসী পান্নু

তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো অভিনেত্রী বেশি পারিশ্রমিক দাবি করলে তা অনেকের কাছে অদ্ভুত ঠেকে। এদিকে কোনো অভিনেতা বেশি পারিশ্রমিক নিলে তা তাঁর সাফল্যের প্রতীক হিসেবে ধরা হয়।

তাপসী পান্নু

সবচেয়ে অবাক করার মতো যে আমার সঙ্গে যেসব পুরুষ অভিনেতারা কাজ শুরু করেছিলেন, তাঁরা ছবিপ্রতি আজ আমার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি আয় করেন। আর আমরা যত ওপরের দিকে উঠতে থাকি, এই বৈষম্য বাড়তেই থাকে।’
২ জুলাই ‘হাসিন দিলরুবা’ আর এদিকে হলিউড ছবি ‘দ্য টুমরো ওয়ার’ একসঙ্গে মুক্তি পেয়েছে।