বলিউড তারকাদের ক্যারিয়ার ঠিক রাখতে কত কিছুই না বিসর্জন দিতে হয়। এই ধরুন, সামনে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও কিংবা বাহারি পিৎজা। কিন্তু তারকাদের ওদিকে চোখ দেওয়া একদম বারণ। নিজের ‘জিরো’ ফিগার ঠিক রাখতে সালাদ আর ডায়েট চার্ট মেনে চলার জুড়ি নেই। কিন্তু মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে, যা দেখলে পিলে চমকে যায়। চলুন জেনে আসা যাক, বলিউড তারকাদের মধ্যে কার কোন খাবার পছন্দ।

সামুদ্রিক খাবার আর দক্ষিণ ভারতীয় খাবার পছন্দ দীপিকা পাড়ুকোনের।