
গত বছরের সেরা একটি সিনেমা উপহার দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি, ‘পদ্মাবত’ সিনেমা যার উদাহরণ। কিন্তু সিনেমা নিয়ে সমস্যা যেন তাঁর পিছু ছাড়ছে না। এবার তিনি পড়লেন এক মৃদু সমস্যায়। তাঁর পরবর্তী সিনেমার জন্য কাকে নায়িকা হিসেবে বাছাই করবেন, সে সিদ্ধান্ত নিতেই তিনি সমস্যায় পড়লেন। তাঁর সিনেমার নিয়মিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই কি থাকবেন? নাকি নতুন তারকা ভাটকন্যা আলিয়া হবেন তাঁর পরবর্তী ছবির নায়িকা—এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বানসালি। খবর জানিয়েছে বানসালিরই ঘনিষ্ঠ একটি সূত্র।
দীপিকা পাড়ুকোন এই সময়ে বলিউডের সেরা অভিনেত্রী, এ কথা সবাই মানবেন। সঞ্জয় লীলা বানসালির আরেক তুরুপের তাস রণবীর সিংকে বিয়ে করে তাঁরা দুজনই এখন খবরের শিরোনামে। এ ছাড়া বাস্তবের এই জুটি বানসালির বক্স অফিস সফলতারও আরেক নাম। পরপর তিনটি বক্স অফিস সফল সিনেমা উপহার দিয়েছেন তাঁরা। এগুলো হলো রামলীলা, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত। তাই সঞ্জয় লীলা বানসালির প্রথম পছন্দ হবেন দীপিকা, এটাই তো ঠিক।
তবে এই সময়ে নিজের অভিনয়-দক্ষতা দেখিয়ে বলিউডে নিজের আসন পোক্ত করেছেন ভাটকন্যা আলিয়া ভাট। রাজি সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন। হাতে আছে অনেকগুলো বড় ক্যানভাসের সিনেমা। মনে করা হচ্ছে, নতুনদের মধ্যে আলিয়া সবার শীর্ষে। তাই পরিচালক বানসালির নজর আলিয়া ভাটের দিকেও। কাকে ছবিতে নেবেন, এ নিয়ে পড়েছেন সমস্যায়। বানসালির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটা আসলে মজার কোনো কথা নয়। বানসালি আসলেই তাঁর পরবর্তী প্রযোজনার জন্য আলিয়াকে নিয়ে ভাবছেন। যদিও দীপিকা তাঁর সব সময়েরই পছন্দের নায়িকা।
তবে দুজনকে নিলেও অবাক হওয়ার বিষয় থাকবে না। কারণ, দুই তারকাকে নিয়ে ছবি বানানোর ঢের অভিজ্ঞতা আছে বানসালির। মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া—এ দুই জুটির রসায়ন ইতিমধ্যেই দেখিয়েছেন বানসালি। যদি দীপিকা ও আলিয়াকে নিয়ে ছবি করেন, তবে তা হবে দর্শকের জন্য আরও একটি পাওয়া। বলিউড হাঙ্গামা