Thank you for trying Sticky AMP!!

সোনম কাপুরের 'বোকা' বিবৃতিগুলো

সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

নেপোটিজম নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা তারকাদের একজন ৩৫ বছর বয়সী সোনম কাপুর। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ‘আমি যা তা আমার বাবার জন্যই, আমার “পূর্বজন্মের কর্ম” আমাকে আমার বাবার সন্তান করেছে’—এ রকম একটি পোস্ট করে নতুন করে সেই বিতর্কে ঘি ঢেলেছেন। দেখে নেওয়া যাক সোনম কাপুরের সবচেয়ে ‘বোকা’ বিবৃতিগুলো।

‘যে রিয়েলিটি শোগুলো সবচেয়ে বাজে, সেগুলোর টিআরপি সবচেয়ে বেশি।’ সোনমের এই বিবৃতি একসময় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সোনম কাপুর নিজেকে বিশ্বের সেরা ফ্যাশন আইকন ভাবেন। ফ্যাশনের ক্ষেত্রে উপদেশ দিতে তাঁর জুড়ি নেই। ‘কফি উইথ করণ’ শোতে পরিনীতি চোপড়াকে উদ্দেশ করে সোনম বলেন, ‘টাইট পোশাক পরবে না।’ বলিউড তারকাদের অনেকেই তখন কে কী পরবে, সোনমকে সেটি নির্ধারণ করে দিতে নিষেধ করেন।

সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

কিন্তু তাতে ক্ষান্ত দেননি তিনি। এরপরও বলেছেন, ‘ভারতীয় পুরুষদের ফ্যাশন সেন্স বলতে কিচ্ছু নেই।’ তাহলে ঋতিক রোশন, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, শাহরুখ খান, জন আব্রাহাম বা শহীদ কাপুরের ফ্যাশন সেন্স বলে কিছু নেই? ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা বা করণ জোহরেরও না! যা-ই হোক, এরপর সোনম বলেছেন, ‘বিদ্যা বালানের উচিত নিজের সঙ্গে মানানসই পোশাক পরা আর দীপিকার এখন মানুষের ফ্যাশন কপি পেস্ট করা বন্ধ করে নিজের ফ্যাশন সেন্স তৈরি করার সময় এসেছে।’

সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

ঐশ্বরিয়াকে বলেছেন, ‘আন্টি ফ্রম অ্যানাদার জেনারেশন।’ বলেছেন, ‘যারা দেখতে সুন্দর না, তারাই আর্ট ফিল্মে অভিনয় করে।’ কঙ্গনা রনৌত যেবার তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, সেবার সোনম বললেন, ‘যারা দেখতে ভালো না, তারাই ভালো অভিনেত্রীর তকমা পায়।’ এভাবেই বলিউডের একাধিক নারী তারকার সঙ্গে সম্পর্কটা নিজ দায়িত্বে ‘সাপে-নেউলে’ করেছেন সোনম। এই শোতেই সোনমকে জিজ্ঞেস করা হয়, ‘চোখের বদলে চোখ বিশ্বটাকেই অন্ধ করে দেবে’—এই কথা কে বলেছেন? সোনমের চটপট আত্মবিশ্বাসী উত্তর, ‘রবার্ট ডি নিরো!’